/indian-express-bangla/media/media_files/2025/04/29/fLIkfS3MBFnjgDkcV5Jj.jpg)
অবৈধ বাংলাদেশি ধরতে পুলিশের দুরন্ত অ্যাকশন
Latest Kolkata Breaking News Live Updates: মুর্শিদাবাদে গ্রেফতার তিন মহিলা সহ আট বাংলাদেশি। দিন কয়েক আগেই তারা বহরমপুরে গা ঢাকা দেয় বলে পুলিশ সূত্রে খবর। পরিকল্পনা ছিল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়া। ঠিক তার আগেই চূড়ান্ত পুলিশি তৎপরতায় জালে আট বাংলাদেশি। গতকাল রাতে মুর্শিদাবাদ থানার গোলাপবাগ মোড় ধরে ট্রেকারে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন সকলেই। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকে ওঁত পেতে ছিল পুলিশ। হাতেনাতে বাংলাদেশিদের গ্রেফতার করা হয়।
মঙ্গলাহাটে আগুন, হুলস্থূল হাওড়ায়। আজ সকাল সাড়ে ৯টায় নাগাদ মডার্ন হাট বিল্ডিংয়ের আগুন লাগার ঘটনা ঘটে। বহুতলের তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রচুর ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। দেড় ঘন্টা কেটে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত এমনটাই অনুমান দমকলের আধিকারিকদের।
-
May 25, 2025 16:29 IST
West Bengal News Live Updates: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক
নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে। ধৃতদের নাম বাপ্পা গুছাইত ও রাজু পাইক। পুলিশ সূত্রে জানা গেছে, এরা মাঠ দখলের এক ঘটনায় জড়িত ছিল এবং একটি হামলার ঘটনার পর এদের নাম উঠে আসে। এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের পর বাপ্পার সহযোগী বন্ধু রাজু পাইককেও গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের সঙ্গে নিয়ে পাঁচপোতা এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় দুটি ওয়ান শাটার আগ্নেয়াস্ত্র এবং ৭ রাউন্ড গুলি।
আজ ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে এবং তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে।
-
May 25, 2025 13:44 IST
West Bengal News Live Updates: মমতা বন্দোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাসযোগ্য নয়ঃ অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মমতা বন্দোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাসযোগ্য নয়, চাকরিহারাদের স্পষ্ট বার্তা প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি তিনি বলেন, চাকরিহারাদের কাছে রিভিউ ছাড়া আর কোন অপশন নেই।
-
May 25, 2025 13:24 IST
West Bengal News Live Updates: সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারা আন্দোলনকারীরা
সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন চাকরিহারা আন্দোলনকারীরা। আজ আন্দোলনের ১৯ দিন। সেন্ট্রাল পার্কের সামনে পরিকাঠামোর কাজ চলছে। সরকারের তরফে এখনও কোন বার্তা আসেনি। যদিও সরকারকে আগামীকাল পর্যন্ত ডেড লাইন বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল বিকাশ রঞ্জর ভট্টাচার্যের বাড়িতে যান আন্দোলনকারীরা। সেখানে গিয়ে ভবিষ্যতের আইনি পরামর্শ নেন তাঁরা। পরীক্ষা দিয়েই মেধার ভিত্তিতে চাকরি পেতে হবে, চাকরিহারাদের বার্তা বিকাশ রঞ্জনের । তিনি বলেন, “ওদের ভুল বোঝানো হয়েছিল। আইনত ওদের কাজ ফেরার সম্ভাবনা নেই। এইটাই আমি ওদের স্পষ্ট করে বললাম"।
-
May 25, 2025 13:24 IST
West Bengal News Live Updates: খাস কলকাতায় ধৃত বাংলাদেশি
খাস কলকাতায় ধৃত বাংলাদেশি। কালীঘাট থানার হাতে গ্রেফতার অভিযুক্ত জাফর আলি। ভুয়ো নথিতে সিদ্ধহস্ত জাফর, এমনটাই দাবি পুলিশের। দুর্ঘটনায় তদন্তে নেমে জাফরের বিষয়ে জানতে পারে কালীঘাট থানার পুলিশ। জাফরকে হেফাজতে নিয়ে বড় গ্যাংয়ের পর্দা ফাঁস করতে মরিয়া কলকাতা পুলিশের তদন্তকারীরা।
-
May 25, 2025 12:05 IST
West Bengal News Live Updates: প্রাক্তন বিচারপতির বাসভবনে চাকরিহারারা
সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন চাকরিহারা আন্দোলনকারীরা। আজ আন্দোলনের ১৯ দিন। সেন্ট্রাল পার্কের সামনে পরিকাঠামোর কাজ চলছে। সরকারের তরফে এখনও কোন বার্তা আসেনি। যদিও সরকারকে আগামীকাল পর্যন্ত ডেড লাইন বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল বিকাশ রঞ্জর ভট্টাচার্যের বাড়িতে যান আন্দোলনকারীরা। সেখানে গিয়ে ভবিষ্যতের আইনি পরামর্শ নেন তাঁরা। পরীক্ষা দিয়েই মেধার ভিত্তিতে চাকরি পেতে হবে, চাকরিহারাদের বার্তা বিকাশ রঞ্জনের । তিনি বলেন, “ওদের ভুল বোঝানো হয়েছিল। আইনত ওদের কাজ ফেরার সম্ভাবনা নেই। এইটাই আমি ওদের স্পষ্ট করে বললাম"।
-
May 25, 2025 12:02 IST
West Bengal News Live Updates: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ঐক্যবদ্ধ, অপারেশন সিন্দুরকে সাহসের প্রতীক বলে উল্লেখ প্রধানমন্ত্রী মোদীর। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ, প্রতিটি ভারতীয়ের এই সংকল্প যে সন্ত্রাসবাদের অবসান ঘটেই হবে। তিনি বলেন যে অপারেশন সিন্দুরের সময় সেনাবাহিনীর বীরত্ব প্রতিটি ভারত বাসীকে গর্বিত করেছিল।মন কি বাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর জোরালো বার্তা
-
May 25, 2025 11:56 IST
West Bengal News Live Updates: করোনায় মৃত্যু
ভারতে দাপট দেখাচ্ছে করোনা। থানেতে ২১ বছরের করোনা আক্রান্তের মৃত্যু। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবক বৃহস্পতিবার ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে ভর্তি হন এবং শুক্রবার রাতেই তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। শনিবার তার মৃত্যু হয়।হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অনিরুদ্ধ মালগাঁওকর জানিয়েছেন, "কোভিডের পাশাপাশি তার ডায়াবেটিসের সমস্যা ছিল।” এই পরিস্থিতিতে দিল্লি সরকারের তরফে সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে বেড, অক্সিজেন, ওষুধ এবং টিকা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
-
May 25, 2025 11:55 IST
West Bengal News Live Updates: বাংলায় উপনির্বাচনের দিনক্ষণ জানাল কমিশন
১৯ জুন নদীয়ার কালীগঞ্জে উপানির্বাচন। ২৩ শে জুন ফল ঘোষণা। গত ফেব্রুয়ারিতে প্রয়াত হয়েছিলেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুর পরে এই আসনটি বিধায়ক শূন্য রয়েছে। এই অবস্থায় সেখানে উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়ে। অবশেষে দিনক্ষণ জানিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। এই উপনির্বাচনের মধ্যে দিয়ে বাংলায় ২৬-এর বিধান সভা ভোটের দামামা বেজে গেল বলাই বাহুল্য।
-
May 25, 2025 11:55 IST
West Bengal News Live Updates: গর্জে উঠলেন অভিষেক
ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি বিপ্লবী বাঙালির গর্ব রাসবিহারী বসুর জন্মবার্ষিকীতে টোকিওতে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। এরপরই বিদেশের মাটিতে রাসবিহারী বসুর স্মৃতিস্তম্ভ চূড়ান্ত অবহেলার অভিযোগে সরব হন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূল সাংসদ জানান, "বিল্পবী রাসবিহারী বসুর সমাধিক্ষেত্রে ওনার স্মৃতিস্তম্ভ অত্যন্ত অবহেলিত অবস্থায় রয়েছে। এমন একজন মহান বিপ্লবীকে এইভাবে অমর্যাদা করা চরম অন্যায়।" এই বিষয়ে তিনি টোকিওতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ (AmbSibiGeorge) এবং ভারতীয় দূতাবাস এর সঙ্গে যোগাযোগও করেছেন। তাঁদের কাছে দ্রুত ঐতিহাসিক স্থানটির সংস্কার ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন অভিষেক। তিনি আরও বলেন, "রাসবিহারী বসু ছিলেন ভারত ও জাপানের 'বন্ধুত্বের সেতুবন্ধনে' অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর আত্মত্যাগকে স্মরণ রাখতে হলে তাঁর স্মৃতিসৌধকেও যথাযোগ্য মর্যাদা দেওয়া জরুরি।"
-
May 25, 2025 11:12 IST
West Bengal News Live Updates: পদত্যাগ করছেন না ইউনূস
বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে জল্পনার অবসান ঘটালেন তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ উপদেষ্টামণ্ডলী। শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর পরিষ্কার জানানো হয়, 'ইউনূস আপাতত পদত্যাগ করছেন না' । মহম্মদ ইউনূসের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “তিনি (ইউনূস) বলেননি যে তিনি পদত্যাগ করবেন। বরং তিনি বলেছেন, আমাদের উপর অর্পিত কাজ ও দায়িত্ব পালনে আমরা অনেক বাধার সম্মুখীন হলেও, আমরা সেগুলি কাটিয়ে উঠছি।” তিনি আরও বলেন, “তিনি (ইউনূস) অবশ্যই তার দায়িত্ব পালন করবেন। আমরা কেউই পদত্যাগ করছি না। কারণ, আমাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ; আমরা এই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না।” অন্তর্বর্তী সরকারের আরেক গুরুত্বপূর্ণ সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,“এই সরকার কেবলমাত্র নির্বাচনপর্ব আয়োজনের জন্য গঠিত হয়নি। এই সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করা।” -
May 25, 2025 10:03 IST
West Bengal News Live Updates: অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারত
জাপানকে জোর টেক্কা! ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বিশ্বমঞ্চে মোদীর জয়জয়কার। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম বলেছেন যে ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। ভারতের অর্থনীতির মূল্য ৪০০০ বিলিয়ন ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং জার্মানির পরে এটিই বিশ্বের বৃহত্তম। তিনি আরও বলেন যে ভারত উৎপাদন ও বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ হয়ে উঠছে।
-
May 25, 2025 09:07 IST
West Bengal News Live Updates: মাঠের দখলকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদে ধুন্ধুন্মার
মাঠের দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ ৷ তারই জেরে সঞ্জয় নস্কর নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র মুখে ঢুকিয়ে ভয় দেখানো ও ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷ এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷
-
May 25, 2025 08:44 IST
West Bengal News Live Updates: ফের করোনায় মৃত্যু
ফের করোনায় মৃত্যু। এবার থানের পর বেঙ্গালুরু। করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৮৪ বছর বয়সী এক বৃদ্ধের। রাজ্যের স্থাস্থ্য দফতর সূত্রে খবর, কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, কর্ণাটক এবং প্রতিবেশী মহারাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
-
May 25, 2025 08:11 IST
West Bengal News Live Updates: সিভিকের ভয়ঙ্কর কীর্তি ফাঁস
থানা থেকে পুলিশের উর্দি চুরি। গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার নীরজ সিং। এর আগেও এমন একাধিক ঘটনায় যুক্ত ছিল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। নীরজ সিংকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে নীরজের শাগরেদ আফিস আলি নামে এক যুবককে। দুজনকে আদালতে পেশ করা হলে ৬ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।
-
May 25, 2025 08:06 IST
West Bengal News Live Updates: ২১-এই সব শেষ! করোনা কাড়ল তরতাজা যুবকের প্রাণ, দেশজুড়ে বাড়ছে উদ্বেগ
ভারতে দাপট দেখাচ্ছে করোনা। থানেতে ২১ বছরের করোনা আক্রান্তের মৃত্যু। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবক বৃহস্পতিবার ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে ভর্তি হন এবং শুক্রবার রাতেই তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। শনিবার তার মৃত্যু হয়।হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অনিরুদ্ধ মালগাঁওকর জানিয়েছেন, "কোভিডের পাশাপাশি তার ডায়াবেটিসের সমস্যা ছিল।” এই পরিস্থিতিতে দিল্লি সরকারের তরফে সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে বেড, অক্সিজেন, ওষুধ এবং টিকা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।