/indian-express-bangla/media/media_files/2025/04/27/fmQx2UuergoZd2FjAlHQ.jpg)
'সময় এসেছে ওদের ওদের ভাষায় জবাব দেওয়ার', নীরবতা ভেঙে পাকিস্তানের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক
Kolkata News Live Update: গর্জে উঠলেন অভিষেক
"এটা কোন সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী প্রতিবাদের সময় নয়,পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময়। সস্তার রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন সময় এসেছে ওদের ওদের ভাষায় জবাব দেওয়ার। সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীর (PoK) পুনরুদ্ধারের"। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় গর্জে উঠে অ্যাকশনে নামার হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের।
Over the past few days, I have been closely following the conduct of the mainstream media and those at the helm of Union Govt. Instead of deeply investigating the lapses that led to this unprecedented terror attack in PAHALGAM, they seem more focused on pushing a narrative that…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 27, 2025
মন-কি-বাত অনুষ্ঠানে পহেলগাঁও হামলার নিন্দা
পহেলগাঁও হামলায় যারা স্বজন হারিয়েছেন তাঁরা ন্যায় বিচার পাবেন, ন্যায় বিচার তাদের পেতেই হবে, মন-কি-বাত অনুষ্ঠানে পহেলগাঁওয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলার নিন্দায় গর্জে উঠলেন প্রধানমন্ত্রী। কাশ্মীরের গণতন্ত্র মজবুতের সময়ই এই হামলা চালানো হয়েছে উল্লেখ প্রধানমন্ত্রী মোদীর। যখন কাশ্মীর নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে, যখন সেখানে শান্তির পরিবেশ, ট্যুরিজিম, অর্থনীতি এক নতুন মাইলফলক অর্জন করতে চলেছে তখনই ভারতের শত্রুরা এই হামলা চালিয়েছে। হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির হুঙ্কার মোদীর।
বাবা-ছেলে খুনে হাওড়া থেকে গ্রেফতার আরও এক
রাজমিস্ত্রির ছদ্মবেশ ধরলেও শেষ রক্ষা হল না। জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার ফেকারুল শেখ। ডোমজুড় থেকে গ্রেফতার করা হয় ফেলারুলকে। এনিয়ে মুর্শিদাবাদ হিংসায় বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতারি বেড়ে দাঁড়ালো ৫।
কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই শনিবার মুর্শিদাবাদে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি শুভেন্দু অধিকারী এদিন কথা বলেছেন সাম্প্রদায়িক হিংসায় আক্রান্তদের সঙ্গে। জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের (সম্পর্কে এঁরা বাবা-ছেলে) বাড়িতে গিয়েছিলেন তিনি। ১০ লক্ষ ১ হাজার টাকা করে চেক নিহতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন BJP নেতা।
ভাতা প্রস্তাব খারিজ
যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর দেওয়া ভাতা প্রস্তাব খারিজ। গ্রুপ সি-দের ন্যুনতম ৩০ হাজার ভাতা দেওয়ার দাবি জানিয়ে সরকারের ভাতা প্রস্তাব খারিজ করলেন চাকরিহারা শিক্ষা কর্মীরা। পাশাপাশি যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিও জানানো হয় চাকরিহারাদের তরফে। পাশাপাশি বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। গতকালের বৈঠক এক তরফা বলেও দাবি চাকরিহারাদের। উল্লেখ্য শনিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে ২০ হাজার টাকা করে পাবেন। শিক্ষক-শিক্ষিকাদের মত চাকরিহারা অশিক্ষক কর্মচারীদের বিষয়টি নিয়েও রিভিউ পিটিশনের আবেদন জানাবে রাজ্য। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অশিক্ষক-কর্মচারীদের এই ভাতা পাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
-
Apr 27, 2025 15:03 IST
West Bengal News Live: ১৪০ কোটি ভারতীয়'র পাশে গোটা বিশ্ব: প্রধানমন্ত্রী মোদী
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান "মন কি বাত"-এর ১২১তম পর্বে পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদী হামলাকে বেদনাদায়ক বলে বর্ণনা করে বলেন, ‘‘এই হামলা দেশের প্রতিটি নাগরিককে আহত করেছে।’’ তিনি বলেন, ‘‘এই হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি রয়েছে আমাদের সকলের।’’
-
Apr 27, 2025 15:02 IST
West Bengal News Live: পহেলগাঁও কাণ্ডে NIA তদন্ত
পহেলগাঁও জঙ্গি হামলায় (Pahalgam terror attack) এবার বড় নির্দেশ কেন্দ্রের। হামলার তদন্তে নামল এনআইএ, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে দ্রুত তৎপরতা। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি (pahalgam terror attack) হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় তদন্তের ভার পেল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পাওয়ার পর, এনআইএ আনুষ্ঠানিকভাবে এই মামলায় একটি FIR দায়ের করেছে। পাশাপাশি দ্রুত তদন্ত শুরু করেছে।
ইতিমধ্যে এনআইএ-এর ফরেনসিক টিম এবং তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও করছে NIAআধিকারিকরা।
-
Apr 27, 2025 15:02 IST
West Bengal News Live: 'রাজার কর্তব্য প্রজাদের রক্ষা করা'
পহেলগাঁও হামলা নিয়ে গোটা দেশ যখন বদলার আগুনে ফুঁসছে তখন দিল্লিতে এক অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "কিছু মানুষ কখনও বদলাবে না, আপনি যাই করুন না কেন। রাজার কর্তব্য হল প্রজাদের রক্ষা করা এবং রাজাকে তার রাজধর্ম পালন করতেই হবে।" পাকিস্তানের নাম না করে তিনি বলেন, “অহিংসা আমাদের মূল্যবোধ, কিন্তু কিছু মানুষ কখনও বদলাবে না, তারা বিশ্বকে বারবার বিপদে ফেলবে। তখন আমাদের শক্তি প্রদর্শন করতেই হবে। এখন সময় এসেছে আমাদের শক্তি প্রদর্শনের।”
-
Apr 27, 2025 15:01 IST
West Bengal News Live: জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি
সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে ভারতের। পাশাপাশি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এরপরই জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী একযোগে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জোরদার করেছে। ড্রোন ও UAV-এর মতো অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে ঘন জঙ্গলে চলছে তল্লাশি। -
Apr 27, 2025 14:54 IST
West Bengal News Live: অ্যাকশনে নামার হুঙ্কার অভিষেক বন্দোপাধ্যায়ের
"এটা কোন সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী প্রতিবাদের সময় নয়,পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময়। সস্তার রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন সময় এসেছে ওদের ওদের ভাষায় জবাব দেওয়ার। সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীর (PoK) পুনরুদ্ধারের"। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় গর্জে উঠে অ্যাকশনে নামার হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের।
-
Apr 27, 2025 10:41 IST
West Bengal News Live: মুখ্যমন্ত্রীর দেওয়া ভাতা প্রস্তাব খারিজ, আন্দোলনে অনড় চাকরিহারারা
যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর দেওয়া ভাতা প্রস্তাব খারিজ। গ্রুপ সি-দের ন্যুনতম ৩০ হাজার ভাতা দেওয়ার দাবি জানিয়ে সরকারের ভাতা প্রস্তাব খারিজ করলেন চাকরিহারা শিক্ষা কর্মীরা। পাশাপাশি যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিও জানানো হয় চাকরিহারাদের তরফে। পাশাপাশি বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। গতকালের বৈঠক এক তরফা বলেও দাবি চাকরিহারাদের। উল্লেখ্য শনিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে ২০ হাজার টাকা করে পাবেন। শিক্ষক-শিক্ষিকাদের মত চাকরিহারা অশিক্ষক কর্মচারীদের বিষয়টি নিয়েও রিভিউ পিটিশনের আবেদন জানাবে রাজ্য। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অশিক্ষক-কর্মচারীদের এই ভাতা পাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।