/indian-express-bangla/media/media_files/2025/11/05/img-20251105-wa0005-2025-11-05-22-32-13.jpg)
News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জেনে নিন।
Kolkata News Updates: ফের রাজনৈতিক অশান্তি রাজ্যে। বুধবার নদিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি ড. সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ উঠল। অভিযোগ, তাঁর ফেরার পথে আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। একাধিক গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি লাঠি হাতে বিজেপি নেতাদের মারার চেষ্টাও করা হয় বলে দাবি। ঘটনায় অন্তত দুই বিজেপি নেতা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। হামলার পর বিজেপির তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।
ঘটনার বেশ কিছু ছবি ইতিমধ্যেই সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারের কনভয়ে থাকা গাড়িগুলির কাচ ভাঙা ও ব্যাপক ভাঙচুরের চিত্র। বিজেপির দাবি, শুধু গাড়ি নয়, কর্মীদের উপরেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।
এসআইআর আতঙ্কে ফের মৃত্যু! দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় শফিকুল গাজি নামে এক যুবকের দেহ। ঘটনাস্থলে পৌঁছান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।পরিবারের অভিযোগ, এসআইআর (SIR) আতঙ্কে আত্মঘাতী হয়েছেন শফিকুল। তাঁর স্ত্রীর দাবি, গত কয়েকদিন ধরে স্বামী চরম মানসিক চাপে ভুগছিলেন।
প্রায়ই বলতেন, “সব কাগজপত্র ঠিক নেই, যদি দেশছাড়া করে দেয়!” এই ভয়েই ঘুম হারাম হয়ে গিয়েছিল তাঁর। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির ঘর থেকে শফিকুলের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসানে আইসির ‘কুকথা’ নিয়ে তুঙ্গে বিতর্ক। তারই প্রতিবাদে কৃষ্ণনগরে বিজেপির প্রতিবাদ কর্মসূচী ঘিরে ধুন্ধুমার। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এদিনের অভিযানে পুলিশের সঙ্গে রীতিমত বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। ৭২ ঘন্টার মধ্যে আইসিকে বদলির হুঁশিয়ারি সুকান্তর। বিসর্জন শোভাযাত্রার কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে গালিগালাজের অভিযোগে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রতিবাদেই এদিনের প্রতিবাদ কর্মসূচীতে পুলিশের সঙ্গে বিজেপির কর্মীদের ধস্তাধস্তি হয়। অভিযানকে কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
আরও পড়ুন- Crime News: “আমি বিডিও”, বলে দোকান থেকে তুলে নিয়ে খুন স্বর্ণ ব্যবসায়ীকে! রুদ্ধশ্বাস কাণ্ডে তোলপাড়!
উত্তরপ্রদেশের মির্জাপুরে বুধবার সকালে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে মির্জাপুরের চুনার রেলওয়ে স্টেশনের কাছে মরমান এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকালে কার্তিক পূর্ণিমা উপলক্ষে ওই পুণ্যার্থীরা গঙ্গাস্নান শেষে লাইন ধরে হাঁটছিলেন।
আরও পড়ুন-BSF-Police clash: নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত ঘিরে রণক্ষেত্র চাপড়া! BSF-পুলিশ সংঘর্ষে আহত ৪
সেই সময় আচমকাই হাওড়া–কালকা মেল দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা মারে। ঘটনার পরেই এলাকায় ছড়ায় চাঞ্চল্য। রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেল পুলিশ। রেল মন্ত্রক সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন- MGNREGA: তিন বছর পর গ্রামে ফিরছে রোজগার, বিশেষ শর্তে বাংলায় ফের শুরু হতে পারে ১০০ দিনের কাজ
এদিকে, এসআইআর শুরু হতেই শহর কলকাতায় দেখা দিয়েছে জন্মশংসাপত্র সংগ্রহের হিড়িক। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে জন্মশংসাপত্রের আবেদনের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। আগে যেখানে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ জন আবেদন জমা দিতেন, এখন সেই সংখ্যা ৬০০-র কাছাকাছি পৌঁছেছে। শুধু পুরসভার সদর দপ্তরেই নয়, কলকাতার অন্যান্য বোরো অফিসগুলিতেও একই ছবি দেখা যাচ্ছে — সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ছে আবেদনকারীদের।
- Nov 05, 2025 15:51 IST
WB News Live Updates:জলাশয় থেকে উদ্ধার বস্তা-বস্তা 'আধার কার্ড'
এসআইআর (SIR) আবহে বস্তাবন্দি অবস্থায় জলাশয় থেকে উদ্ধার হল বাণ্ডিল বাণ্ডিল আধার কার্ড। তা নিয়ে বুধবার ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। পুলিশ এই ঘটনার খবর পেয়েই ওই জলাশয়ের কাছে পৌছে যায়। জলাশয় থেকে উদ্ধার হওয়া সমস্ত আধার কার্ড পুলিশ বাজেযাপ্ত করে থানায় নিয়ে যায়। জলাশয়ে এত আধার কার্ড কি ভাবে পৌছাল তার তদন্ত পুলিশ শুরু করেছে। তরই মধ্যে এই ঘটনা নিয়ে চরমে উঠেছে শাসক ও বিরোধীদের রাজনৈতিক তর্জা।
বিজেপি নেতারা দাবি করছে এসআইআর এখন কার্বলিক অ্যাসিডের মতোন কাজ করছে। - Nov 05, 2025 15:30 IST
West Bengal News Live Updates: তৃণমূল নেতার বাড়ি থেকেই SIR ফর্ম বিলি!
SIR (Special Intensive Revision) চলাকালীন ফের বিতর্কে BLO-দের ভূমিকা। মুর্শিদাবাদের ভগবানগোলায় এক তৃণমূল নেতার বাড়ি থেকে ভোটার তালিকার ফর্ম বিলি করছেন এক বিএলও — এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা ১ নম্বর ব্লকের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের ৭০ নম্বর বুথ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বুথের বিএলও সোহেল হোসেন বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তথা তৃণমূলের বিএলএ মণিরুল ইসলামের বাড়িতে বসে SIR-এর এনুমারেশন ফর্ম বিলি করছিলেন।
বিস্তারিত পড়ুন- SIR: তৃণমূল নেতার বাড়ি থেকেই SIR ফর্ম বিলি! ‘দিদি-মোদী গট-আপ’! সোচ্চার বাম-কংগ্রেস
- Nov 05, 2025 14:48 IST
WB News Live Updates:দিঘার সমুদ্র সৈকতে পুন্যার্থীদের ভিড়
রাস পূর্ণিমার তিথিতে, পুন্য লাভের আশায় দিঘার সমুদ্র সৈকতে বুধবার সকাল থেকেই উপচে পড়ছে পুন্যার্থীদের ভিড়। রাস পূর্ণিমার পবিত্র দিনে ভীষ্ম পঞ্চক ব্রত ভঙ্গের শুভক্ষণ ঘিরে সমুদ্র স্নানে মেতে উঠেছেন ভক্তরা। কার্তিক মাসের শেষ পাঁচ দিনে এই ব্রত পালন করেন হিন্দু ধর্মের মানুষ এবং পূর্ণিমার দিনে তা শেষ হয়। ভোররাত থেকেই সূর্যোদয়ের আগে ভক্তরা সমুদ্র স্নান করে খোল-করতাল বাজিয়ে ভক্তি সঙ্গীতে অংশ নেন। বুধবার সকাল থেকেই দিঘার সমুদ্রে থিক থিক করছে পুণ্যার্থীদের ভিড়। তৎপর প্রশাসনও, ঘাটে ঘাটে নজদারি ও মাইকিং চলছে।
- Nov 05, 2025 14:46 IST
West Bengal News Live:শুভেন্দু অধিকারীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যানার ছেঁড়া ও খালের জলে ফেলা দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো ভগবানপুরে। BJP-র অভিযোগ, ভগবানপুর ১ নং ব্লকের বিভীষণপুরে শুভেন্দু অধিকারীর ছবি লাগানো ফ্লেক্স কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে আবেদন জানিয়েছেন বিজেপি নেতার শঙ্কুদেব পান্ডা। তিনি বলেন, "তৃণমূল ভয় পেয়েছে। এসব করে বিজেপিকে রোখা যায় না। তৃণমূল ভয় পেয়েছে তাই এই ধরনের কাজ করে চলেছে। শুভেন্দুবাবু আসেননি তার আগেই ভয়ে এই ধরনের কাণ্ড করছে, এলে ভয়ে ওঁরা কোথায় যাবে।"
- Nov 05, 2025 14:35 IST
WB News Live Updates: রাহুলের 'বিস্ফোরক' দাবিতে তোলপাড়
হরিয়ানার বিধানসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করে জানান, এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ব্যবহার করে অন্তত ২২ বার ভোট দেওয়া হয়েছে। রাহুলের অভিযোগ, ওই মডেলের ছবি সীমা, সরস্বতী, বিমলা প্রভৃতি বিভিন্ন নামে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং একাধিক কেন্দ্র থেকে ভোট পড়েছে।
বিস্তারিত পড়ুন-BREAKING: কে এই রহস্যময়ী নারী? ২২ বার কীভাবে ভোট দিলেন তিনি? রাহুলের 'বিস্ফোরক' দাবিতে তোলপাড়
- Nov 05, 2025 14:35 IST
West Bengal News Live Updates: দোকান থেকে তুলে নিয়ে খুন স্বর্ণ ব্যবসায়ীকে!
ভয়ঙ্কর কাণ্ড! এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকান থেকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল এক বিডিওর বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণবঙ্গের নিউ টাউনের যাত্রাগাছি এলাকার হলেও অভিযুক্ত বিডিও উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের। তিনি প্রশান্ত বর্মন। গত ৩১ অক্টোবর দক্ষিণ বিধাননগর থানায় অভিযোগ দায়ের হলেও, অভিযুক্তের বিরুদ্ধে এখনও পর্যন্ত পদক্ষেপ না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিস্তারিত পড়ুন- Crime News: “আমি বিডিও”, বলে দোকান থেকে তুলে নিয়ে খুন স্বর্ণ ব্যবসায়ীকে! রুদ্ধশ্বাস কাণ্ডে তোলপাড়!
- Nov 05, 2025 14:34 IST
WB News Live Updates: কালকা মেলের ধাক্কায় মৃত্যুমিছিল
বড় দুর্ঘটনা, হাওড়া-কালকা মেলের ধাক্কায় মৃত্যুমিছিল, রেললাইনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ক্ষত-বিক্ষত দেহ। উত্তরপ্রদেশের মির্জাপুরে বুধবার সকালে ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা হাওড়া–কালকা মেলের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুণ্যার্থীর। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে মির্জাপুরের চুনার রেলওয়ে স্টেশনের কাছে মরমান এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকালে কার্তিক পূর্ণিমা উপলক্ষে ওই পুণ্যার্থীরা গঙ্গাস্নান শেষে লাইন ধরে হাঁটছিলেন।
বিস্তারিত পড়ুন- BREAKING NEWS: বড় দুর্ঘটনা, হাওড়া-কালকা মেলের ধাক্কায় মৃত্যুমিছিল, রেললাইনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ক্ষত-বিক্ষত দেহ
- Nov 05, 2025 14:33 IST
West Bengal News Live: রণক্ষেত্র চাপড়া!
নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল বাজেয়াপ্ত কে করবে? বিএসএফ নাকি পুলিশ, এ নিয়ে দুই পক্ষের গন্ডগোলে কমপক্ষে ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদের স্থানীয় চাপড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সীমান্তবর্তী চাপড়া এলাকার এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অতিরিক্ত পুলিশ মিত কুমার, সিএসপি শিল্পী পাল সহ পুলিশের আধিকারিকরা।
বিস্তারিত পড়ুন- BSF-Police clash: নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত ঘিরে রণক্ষেত্র চাপড়া! BSF-পুলিশ সংঘর্ষে আহত ৪
- Nov 05, 2025 14:32 IST
Kolkata News Live Updates: বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের
মাত্র ২৪ ঘন্টা বাকি বিহারের প্রথম দফার নির্বাচনের। তার আগে ভোট চুরির ইস্যুতে রাহুল গান্ধীর (rahul gandhi) 'হাইড্রোজেন বোমা'। একেবারে ২৫ লাখের বেশি ভোট চুরির অভিযোগে তোলপাড় দেশ। রাহুল গান্ধীর দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, ৯০টি বিধানসভা আসনের মধ্যে বর্তমানে হাইকোর্টে মাত্র ২২টি আসনের আবেদন বিচারাধীন রয়েছে। কংগ্রেসের পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রে কী করেছেন? তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন (election commission) ।
বিস্তারিত পড়ুন- বাংলায় SIR-এর মাঝেই 'হাইড্রোজেন বোমা' রাহুলের, ২৫ লক্ষ ভুয়ো ভোটার? তোলপাড় ফেলা দাবি
- Nov 05, 2025 14:32 IST
Kolkata News Live: দুলে উঠল পৃথিবী
প্রবল কম্পনে সাতসকালেই কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শক্তিশালী ভূমিকম্পে ছড়ালো চরম আতঙ্ক। প্রান বাঁচাতে রীতিমত ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। যদিও কম্পনের পরই সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে তবে পরবর্তীতে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
বিস্তারিত পড়ুন- Indonesia Earthquake: ৬.২মাত্রার প্রবল কম্পন, সাতসকালেই দুলে উঠল পৃথিবী, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল কান্ড
- Nov 05, 2025 12:21 IST
WB News Live: নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন
যাঁরা ঝুঁকিমুক্ত বিনিয়োগের মাধ্যমে গ্যারান্টি রিটার্নের সন্ধান করছেন, তাঁদের জন্য পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমগুলি (Post Office Small Savings Schemes) হতে পারে একেবারে আদর্শ বিকল্প। সরকার পরিচালিত এই স্কিমগুলি বিনিয়োগকারীর মূলধন সম্পূর্ণ সুরক্ষিত রাখার পাশাপাশি আয়কর আইনের ৮০সি ধারার আওতায় কর ছাড়ের সুবিধাও প্রদান করে। বর্তমানে ডাক বিভাগ নযটি প্রধান সঞ্চয় প্রকল্প পরিচালনা করছে। এই সেভিংস স্কিমগুলি শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক—সব শ্রেণির বিনিয়োগকারীর জন্য উপযুক্ত।
বিস্তারিত পড়ুন- Top 5 post office schemes: নিরাপদ বিনিয়োগে পান গ্যারান্টি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমগুলির সুবিধা জানলে মাথা ঘুরে যাবে
- Nov 05, 2025 12:20 IST
West Bengal News Live Updates: পদ ছাড়লেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ?
এসআইআর (SIR) নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতির আঙিনা। এমন আবহের মধ্যেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন মিঠু মাঝি। বিষয়টি নিয়ে আশ্চর্যজনকভাবে মুখে কুলুপ এঁটেছেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোাহার। পদত্যাগ নিয়ে কোনও রাখঢাক রাখেননি মিঠু মাঝি। তাঁকে ফোন করা হলে তিনি জেলাশাসকের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার কথা স্বীকার করে নেন। একইভাবে মিঠু মাঝির পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি জেলাশাসক আয়েশা রানী এ স্বীকার করেছেন।
বিস্তারিত পড়ুন- TMC: তৃণমূলের অন্দরে আবারও অশান্তি! কেন পদ ছাড়লেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ?
- Nov 05, 2025 12:19 IST
Kolkata News Live: কমল সোনার দাম
বহু বছর ধরে সোনা বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। মুদ্রাস্ফীতি বা আর্থিক বাজারে অস্থিরতার সময়েও সোনা বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের এক নির্ভরযোগ্য মাধ্যম। মূল্যবান এই ধাতুটি কেবল প্রাচুর্য্যের প্রতীক নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে সম্পদ সংরক্ষণের এক নিরাপদ ভাণ্ডার হিসেবেও তার জায়গা ধরে রেখেছে। অনিশ্চিত সময়ে বিনিয়োগকারীদের কাছে তাই সোনা একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য বিকল্প। ভারতে আজ সোনার দাম প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার ১২,২৪৫ টাকা, প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার ১১,২২৪ টাকা এবং প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার ৯,১৮৩ টাকা।
বিস্তারিত পড়ুন- Today Gold, Silver Rate November 5: ফের একবার সুনামি বেগে কমল সোনার দাম, বিয়ের সিজনে গ্রাহকদের মুখে চওড়া হাসির ঝলক
- Nov 05, 2025 12:18 IST
Kolkata News Live Updates: ৬০০ মামলার পাহাড়ে JNU!
দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), যা একসময় তার মুক্ত চিন্তা ও ছাত্র আন্দোলনের জন্য পরিচিত ছিল, এখন আইনি লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে। গত এক দশকে বিশ্ববিদ্যালয়টি দিল্লি হাই কোর্টে ৬০০-রও বেশি মামলার পক্ষ বা বিপক্ষে রয়েছে— প্রশাসন, শিক্ষক, ছাত্র থেকে শুরু করে কর্মচারীদের মধ্যকার দ্বন্দ্বে।
বিস্তারিত পড়ুন- JNU: ২০১১ থেকে ২০২৫- ৬০০ মামলার পাহাড়ে JNU! কী বলছে আদালতের নথি?
- Nov 05, 2025 12:17 IST
West Bengal News Live: রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা
রাজ্যে পুরোদমে শুরু হয়ে গিয়েছে এসআইআর (Special Intensive Revision)-এর কাজ। মঙ্গলবার থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার কাজ। আজ এসআইআর-এর তৃতীয় দিন। এই আবহে আজ উত্তরবঙ্গ সফরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ উত্তরবঙ্গের তিন জেলা পরিদর্শন করবে। দলটির সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকরাও। বিএলওদের মাধ্যমে ভোটার তালিকায় বিশেষ নিবন্ধন ও যাচাইয়ের কাজ কতটা সঠিকভাবে চলছে, তা খতিয়ে দেখবেন কমিশনের আধিকারিকেরা। জানা গিয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গেও বৈঠক করবেন তাঁরা।
- Nov 05, 2025 10:29 IST
WB News Live: তিন বছর পর গ্রামে ফিরছে রোজগার
সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার কয়েক দিন পরই পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGS) পুনরায় চালুর বিষয়ে ‘বিশেষ শর্তে’ বিবেচনা শুরু করেছে কেন্দ্রের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক (MoRD) — এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সূত্রে।
বিস্তারিত পড়ুন- MGNREGA: তিন বছর পর গ্রামে ফিরছে রোজগার, বিশেষ শর্তে বাংলায় ফের শুরু হতে পারে ১০০ দিনের কাজ
- Nov 05, 2025 09:35 IST
WB News Live Updates: ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে রাজ্যজুড়ে। সকাল-সন্ধ্যার হাওয়ায় এখন স্পষ্ট শীতের ছোঁয়া। দিনের বেলা কিছুটা উষ্ণতা থাকলেও বিকেল নামতেই ফের ঠান্ডা হাওয়ায় ভরছে বাতাস। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যে এক দফা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: নভেম্বরের শুরুতেই পারদপতন, বঙ্গে শীতের আমেজ, ফের বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
- Nov 05, 2025 09:34 IST
West Bengal News Live Updates: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ীর?
তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার জন্য আবেদন করেছেন? বিষয়টি স্পষ্ট না হলেও এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের একটি পোস্ট ঘিরে দারুণ চর্চা ছড়িয়েছে। যদিও সুকান্ত মজুমদার নিজে অবশ্য বিষয়টি একেবারে সঠিক কিনা সে বিষয়ে মন্তব্য এড়িয়েছেন। তিনিও সোশ্যাল মিডিয়ায় একটি আবেদনপত্রের ছবি ঘোরাফেরা নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন।
বিস্তারিত পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ীর? দাবি সুকান্ত মজুমদারের পোস্টে!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us