Kolkata News Live: নির্মল কুন্ডুর পরিবারের পাশে থাকার জন্য আজ সন্ধ্যে ৬টায় নিমতায় পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে নিমতার পাটনা ঠাকুরপুকুর এলাকায় খুন হন তৃণমূলের স্থানীয় নেতা নির্মল কুন্ডু। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন তৃণমূল শিবির। কিন্তু বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষ এই অভিযোগ অস্বীকার করে 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ'কেই দায়ী করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সুজিত বোসের নেতৃত্বে আজ লেকটাউন থেকে প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল।
প্রসঙ্গত, নিমতায় তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে খুনের ঘটনায় ইতিমধ্যে এক বিজেপি নেতা-সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। হুগলির উত্তরপাড়া থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন সুমন কুণ্ড ও সুজয় দাস। মূল অভিযুক্ত সুমন নিমতারই বিজেপি নেতা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অপর ধৃত সুজয়ের বাড়ি মুর্শিদাবাদে। ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ নিমতার পাটনা ঠাকুরতলা এলাকায় প্রকাশ্যে তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নির্মল। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রসঙ্গত, এদিন ভোররাতে বিজেপি কর্মী সুমন কুণ্ডুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে পাল্টা অভিযোগ করেছে বিজেপি।