Advertisment

NRS doctors’ strike live updates: এনআরএসকাণ্ডে জট কাটার ইঙ্গিত, জুনিয়র ডাক্তারদের আমন্ত্রণপত্র নবান্নের

NRS doctors' strike West Bengal live Updates: এই মুহুর্তে জানা যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের নিশ্চয়তা নিয়ে জুনিয়র ডাক্তারদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জট কাটল এনআরএস বৈঠকের

NRS doctors’ strike live Updates: সরকারি পদক্ষেপে এনআরএসকাণ্ডে ফের জট কাটার ইঙ্গিত। সোমবার সকালে সাংবাদিক বৈঠক করে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসার সিদ্ধান্তের কথা জানালেও, বৈঠক নিয়ে সরকারি তরফে কোনও বিবৃতি মেলেনি বলে জানান তাঁরা। এরপরই মনে করা হয়, ফের বিশ বাঁও জলে চলে গেল এনআরএস সমস্যা। কিন্তু এই মুহুর্তে জানা যাচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের নিশ্চয়তা নিয়ে জুনিয়র ডাক্তারদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। এনআরএসের আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, এ খবর তাঁদেরও কানে এসেছে কিন্তু চিঠি এখনও হাতে আসেনি। সূত্রের খবর, সোমবার বেলা আড়াইতে নাগাদ নবান্ন সভাগৃহে হতে চলেছে বৈঠক। জুনিয়র ডাক্তারদের দাবি মতো বৈঠকের ভিডিওগ্রাফিতে সম্মতির ইঙ্গিত মিলেছে সরকারের তরফে, এমনটাই জানা যাচ্ছে।

Advertisment

উল্লেখ্য, সোমবার সকালে এনআরএসের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক ডেকে জানিয়েছিলেন, "গতকাল আমাদের জেনারেল বডির মিটিং এর পর অচলাবস্থা কাটাতে এবং সমস্যা সমাধান করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকের স্থান এবং সময় নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকেই। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে এখনও কোনও বিবৃতি আসেনি। তবে কিছু সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, আজ দুপুরে নবান্নে হতে পারে আমাদের বৈঠক। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে তা জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই দেখানো হচ্ছে। আমাদের একটাই দাবি, এই লড়াইয়ে জনগণ আমাদের পাশে ছিল, তাই রুদ্ধদ্বারের আড়ালে নয় সবাইকে সঙ্গে রেখেই বৈঠক করতে হবে"।

প্রসঙ্গত, রবিবারের সাংবাদিক সম্মেলনের পর মনে হয়েছিল, গত ছয় দিন ধরে চলা এনআরএসের জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ বিক্ষোভের জেরে সৃষ্টি হওয়া চরম অচলাবস্থা বৈঠকের মাধ্যমে মিটতে পারে সোমবার। রবিবার স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র এবং রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের উপস্থিতিতে এনআরএসের জেনারেল বডি-র এক দীর্ঘ বৈঠক হয় এবং জুনিয়র ডাক্তারদের নবান্নে না যাওয়ার পূর্ববর্তী অবস্থান পরিবর্তীত হয়। বৈঠকের পর বিবৃতি দিয়ে জানানো হয়, ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে সংবাদমাধ্যমের উপস্থিতিতে (অথবা ভিডিও রেকর্ডিং-এর শর্তে ) বৈঠকে রাজি। বৈঠকস্থল এবং সময় ঠিক করার দায়িত্ব দেওয়া হয় মুখ্যমন্ত্রীকেই। এরপর যখন মনে করা হচ্ছিল সব মিটে যেতে চলেছে, ঠিক তখনই বিপত্তি। তবে শেষ পর্যন্ত বাধা বিপত্তি কেটে যাচ্ছে বলেই আশা করা হচ্ছে।

এদিকে, এনআরএসকাণ্ডে উত্তাল সারা দেশ। নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির আজ সপ্তম দিন। ডাক্তারদের আন্দোলন এখন সর্ব ভারতীয় আকার ধারণ করেছে। সারা দেশের সরকারি চিকিৎকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়ে আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি আগামিকাল মঙ্গলবার। ইতিমধ্যে গত তিন দিনে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের সরকারি হাসপাতাল থেকে শতাধিক সিনিয়র চিকিৎসক ইস্তফা দিয়েছেন। চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি ন্যায্য, মনে করেছেন ডঃ রুবেন বসুও। সানডে এক্সপ্রেসকে তিনি জানিয়েছেন, গত বছরের ৬ সেপ্টেম্বরের ভয়াবহ অভিজ্ঞতার কথা। বিস্তারিত পড়ুন “সম্মান আর নিরাপত্তা যে কোনও পেশার ন্যূনতম অধিকার”

প্রসঙ্গত, ১০ জুন সোমবার রাতে ট্যাংরার বিবি বাগান লেনের বাসিন্দা মহম্মদ সাইদ (৭৫) এর মৃত্যু এবং তৎপরবর্তী ডাক্তার নিগ্রহ ঘিরে যে বিক্ষোভের আগুন জ্বলেছিল এনআরএসে, সেই আগুনে ঘি ঢালে মৃতের পরিবারের বিস্ফোরক অভিযোগ। ডাক্তারদের পাশাপাশি পুলিশের দিকেও অভিযোগের আঙ্গুল তোলে তাঁরা। সাইদের পরিবারের দাবি, সেদিনের ঘটনায় তাঁদের কয়েকজন প্রতিবেশীকে গ্রেফতার করা হলেও হামলাকারী ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। এমনকী তাঁদের অভিযোগ, ডাক্তাররা এই ঘটনাটিতে একটি “সাম্প্রদায়িক মোড়ক” যোগ করার চেষ্টা চালাচ্ছেন। তাই চিকিৎসকদের যথাযথ শাস্তির দাবি জানান তাঁরা। সবিস্তারে পড়ুন ডাক্তাররা মেরেছেন, সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা চলছে, দোষীদের শাস্তি চাইছে মৃত সাইদের পরিবার

Live Blog

NRS doctors’ strike : আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন এনআরএসের জুনিয়র চিকিৎসকেরা, এই সংক্রান্ত সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:



























13:50 (IST)17 Jun 19










































দক্ষিণেও এনআরএসের বিক্ষোভের রেশ, প্রতিবাদের পথে কর্ণাটকের ডাক্তাররা

দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ। শামিল কর্ণাটকের চিকিৎসকেরাও।

13:42 (IST)17 Jun 19










































স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে ফের জিবি বৈঠক এনআরএসে

নবান্নের তরফ থেকে আসা চিঠিকে কেন্দ্র করে আবারও বৈঠকে বসল এনআরএসের জুনিয়র চিকিৎসকেরা। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রের উপস্থিতিতেই এনআরএসে জেনারেল বডির বৈঠক। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী তাঁদের সিদ্ধান্ত মেনে আজ  এনআরএস জট কাটাতে দুপুর আড়াইটে নাগাদ নবান্নে আসার আমন্ত্রণ জানান আন্দোলনকারী চিকিৎসকদের। আন্দোলনে উপস্থিত থাকবেন এনআরএস সহ রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা। সূত্রের খবর,  নবান্নে আসার জন্য এনআরএসে একটি বাস পাঠানো হয়েছে। সব বন্দোবস্তের পরেও কেন পুনরায় জিবি বৈঠক তা নিয়ে উত্তেজনা সকলেরই।   

13:27 (IST)17 Jun 19










































বাংলার অবস্থা নিয়ে চিন্তিত বিদ্বজ্জনেদের বৈঠক

পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে বিদ্বজনেরা চিরকালই বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাম জমানায় সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যুতে পথে নেমেছিলেন অপর্ণা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়রা। নির্বাচন পরবর্তীতে বাংলায় হিংসা নিয়ে এবার সরব কলকাতার বিশিষ্ট বুদ্ধিজীবিরা। আগামী মঙ্গলবার রবীন্দ্র সদনে এক কনভেনশনের আয়োজন করছেন বিদ্বজ্জনেরা। সবিস্তারে পড়ুন, মমতার বিরুদ্ধে রাস্তায় একদা পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীরা

" id="lbcontentbody">
12:42 (IST)17 Jun 19










































কেমন আছেন পরিবহ মুখোপাধ্যায়? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা নিউরোসায়েন্স হাসপাতাল

publive-image

" id="lbcontentbody">
12:17 (IST)17 Jun 19










































জুনিয়র ডাক্তারদের আমন্ত্রণপত্র পাঠালো নবান্ন

এনআরএসকাণ্ডে জট কাটাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তাদের কাছে আমন্ত্রণপত্র পাঠালেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। publive-image

11:44 (IST)17 Jun 19










































এনআরএসের সাথেই আছি, প্রতিবাদে রাস্তায় নামলেন ভুবনেশ্বরের চিকিৎসকেরা

11:27 (IST)17 Jun 19










































কর্মবিরতিতে বেনারসের সুন্দরলাল হাসপাতালের ডাক্তাররা

পশ্চিমবঙ্গের ডাক্তারদের বিরুদ্ধে সহিংসতার কারণে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েঢ় স্যার সুন্দরলাল হাসপাতালে হরতালের ডাক দিল প্রতিবাদী চিকিৎসকেরা। উল্লেখ, আজ দিল্লি,গুজরাত, রাজস্থান, ত্রিপুরা সহ দেশের একাধিক সরকারি হাসপাতালগুলিতে আজ প্রতিবাদের ডাক দিয়েছেন ডাক্তাররা।

11:12 (IST)17 Jun 19










































সাংবাদিক বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন এনআরএসের আন্দোলনকারী ডাক্তাররা

11:03 (IST)17 Jun 19










































সারা দেশের সরকারি ডাক্তারদের নিরাপত্তার সুপ্রিম শুনানি আগামিকাল

সর্বোচ্চ আদালতে এনআরএসকাণ্ডের ঢেউ। আগামীকাল দেশের সরকারি চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। কলকাতার ডাক্তার নিগ্রহকাণ্ডে এর আগে সারা দেশ জুড়ে গর্জে ওঠেন চিকিৎসকেরা। কর্মবিরতি ঘোষণা করে দিল্লির এইমস। ঘটনা নিয়ে সরব হয়েছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও। এরপরই সরকারি চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে।

10:49 (IST)17 Jun 19










































সেই তিমিরেই এনআরএস জট, অনিশ্চিত মমতা-জুনিয়র ডাক্তার বৈঠক

জুনিয়র ডাক্তাররা সোমবার সকালে সাংবাদিক বৈঠক ডেকে জানান, " গতকাল আমাদের জেনারেল বডির মিটিং এর পর অচলাবস্থা কাটাতে এবং সমস্যা সমাধান করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকের স্থান এবং সময় নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকেই। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে এখনও কোনও বিবৃতি পাইনি। তবে কিছু সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, আজ দুপুরে নবান্নে হতে পারে আমাদের বৈঠক। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে তা জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই দেখানো হচ্ছে। আমাদের একটাই দাবি, এই লড়াইয়ে জনগণ আমাদের পাশে ছিল, তাই রুদ্ধদ্বারের আড়ালে নয় সবাইকে সঙ্গে রেখেই বৈঠক করতে হবে।"

10:08 (IST)17 Jun 19










































বন্ধ হোক জুনিয়র ডাক্তারদের ওপর হামলা, সহিংসতার বিরুদ্ধে রাস্তায় নামলেন এইমসের চিকিৎসকেরা

পরিবহের পাশে আছেন তাঁরা, এনআরএসে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশেও আছেন তাঁরা। পশ্চিমবঙ্গের ডাক্তারদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে রাস্তায় নামলেন এইমসের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনস।

10:02 (IST)17 Jun 19










































বদল সিদ্ধান্তে! দেশব্যাপী চিকিৎসকদের আন্দোলনে আজ শামিল এইমস

পশ্চিমবঙ্গের চিকিৎসকদের বিরুদ্ধে সহিংসতার সমর্থনে আজ বেলা ১২টা থেকে আগামিকাল সকাল ৬টা অবধি হরতালের ডাক দিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) । তবে চালু থাকবে আপৎকালীন বিভাগ।

09:57 (IST)17 Jun 19










































গুজরাটের পর এবার রাজস্থান! এনআরএসের পাশে দেশের একাধিক মেডিক্যাল কলেজ

দেশব্যাপি আন্দোলনের ডাক দিল রাজস্থানের ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। জয়পুরের জয়পুরিয়া হাসপাতালে প্রতিবাদ। পশ্চিমবঙ্গে চিকিৎসকদের পাশে থাকার বার্তা।

09:49 (IST)17 Jun 19










































বাংলার পাশে গুজরাট! সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ গুজরাটের চিকিৎসকদের

আজ দেশব্যাপী চিকিৎসকদের ধর্মঘট ডাক দিল গুজরাট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গের চিকিৎসকদের বিরুদ্ধে সহিংসতার কারণে আজ ভাদোদরার স্যার সায়াজিরাও জেনারেল হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রেখে প্রতিবাদের ডাক দেন জুনিয়র ডাক্তাররা।

09:20 (IST)17 Jun 19










































এনআরএসের পাশে ত্রিপুরা

এনআরএসের আন্দোলনকারী ডাক্তারদের দাবিকে সমর্থন করে আজ সারাদিন ত্রিপুরায় সব হাসপাতালে বন্ধ থাকবে আউটডোর বিভাগ।

09:05 (IST)17 Jun 19










































আন্দোলন তুলল দিল্লি এইমস, আজ থেকে মিলবে স্বাভাবিক পরিষেবা

আন্দোলন তুলে নিলেও এনআরএসের সমর্থনে আজ প্রতিবাদ মিছিল বের করবে এইমস দিল্লি। তাঁদের মত, "হাসপাতালের মতো জরুরী পরিষেবা বন্ধ করে দেওয়া উচিত নয়। তাই আজ থেকে চালু হবে সব পরিষেবা"। বিবৃতিতে তাঁরা উল্লেখ করেছেন, এনআরএসের চিকিৎসদের পাশেই আছেন তাঁরা।

08:51 (IST)17 Jun 19










































রুদ্ধদ্বার নয়, মিডিয়াকে সঙ্গে রেখেই হোক বৈঠক, দাবি আন্দোলনকারী ডাক্তারদের

এনআরএসের চিকিৎসক বিক্ষোভ লাইভ আপডেটস: ইগো বা সেন্টিমেন্ট, দুইই কীভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে, গত ছ'দিনে তার নমুনা দেখলেন রাজ্যের বাসিন্দারা। শনিবার এনআরএস হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকরা ধর্না অবস্থানে ছিলেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী তখন নবান্নে। এদিনও দু’পক্ষের মধ্যে কোন বৈঠক হয়নি। দিনভর আন্দোলনরত চিকিৎসকরা দাবি জানিয়ে আসছিলেন, ঘটনাস্থলে আসতে হবে মুখ্যমন্ত্রীকে, এবং তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর এসএসকেএমে আন্দোলনকারী চিকিৎসকেদের বহিরাগতের তকমা দেওয়া, হস্টেল ছেড়ে দেওয়ার মতো মন্তব্যকে কেন্দ্র করেই তাঁর ক্ষমা চাওয়ার দাবি করেন আন্দোলনকারীরা। ওদিকে মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছিলেন, “আমরা কিন্তু এসমা প্রয়োগ করিনি। আমরাও চাইছি তাদের সঙ্গে কথা বলতে।” সবিস্তারে পড়ুন স্নায়ুর লড়াইয়ে জয় যারই হোক, অচলাবস্থার দায় নেবে কে?

এনআরএস ইস্যুতে জট কাটাতে আলোচনার দরজা খোলা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফের এসমা আইনের প্রসঙ্গ তুলে পরোক্ষে জুনিয়র ডাক্তারদের কৌশলী বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের হাতে আইন আছে, চাইলে ব্যবস্থা নিতে পারি। কিন্তু ওঁদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবেই কিছু করতে চাই না। সরকার এখনও কারও সঙ্গে নেতিবাচক আচরণ করেনি। মানবিকতায় বিশ্বাস করি বলে এসমা আইনে ব্যবস্থা নিইনি, কাউকে গ্রেফতারও করিনি। কিন্তু আর কতদিন?’’ বিস্তারিত পড়ুন মানবিকতায় বিশ্বাস করি বলে এসমা আইনে ব্যবস্থা নিইনি: মমতা

NRS kolkata
Advertisment