/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/park-st-fire-ud-759.jpg)
Fire Break out in Kolkata Live Updates: পার্ক স্ট্রিটের এপিজে হাউসে অগ্নিকাণ্ড।
Fire in Kolkata Apeejay House: উৎসবের মরশুমে ফের আগুন কলকাতায়। পার্ক স্ট্রিটের অন্যতম গুরুত্বপূর্ণ ভবন এপিজে হাউসে অগ্নিকাণ্ড। কোটাক মাহিন্দ্রা অফিসের সার্ভার রুমে আগুন লাগে, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। সকাল ১১টা ১০ মিনিট নাগাদ ওই বহুতলের ৭ তলায় আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে খবর। এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানা যায়নি। শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করছে দমকল।
Fire in Kolkata Apeejay House Live Updates:
1.50 PM: অগ্নিনির্বাপণ যন্ত্রগুলি ঠিক মতো কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই বহুতলের ৭ তলার বাইরের অংশটুকু আগুনে পুড়েছে, এমনটাই জানিয়েছেন দমকলকর্মীরা।
1.20 PM: অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও ডিসি সাউথ মিরাজ খালিদ।
1.10 PM: শেষমেশ আগুন নিভল পার্ক স্ট্রিটের এপিজে হাউসে। ঘটনাস্থলে গিয়েছিল দমকলের ১২টি গাড়ি।
দমকলের চেষ্টায় আগুন নিভল পার্ক স্ট্রিটে#ParkStreetFire#ApeejayHouseFire#FireBrigadeatWork#FireinKolkata#KolkataFirepic.twitter.com/3a7kOLq9ZR
— IE Bangla (@ieBangla) November 5, 2018
1.00 PM: এপিজে হাউসে অগ্নিকাণ্ডের মুহূর্ত, গলগল করে বেরোচ্ছে ধোঁয়া।
পার্ক স্ট্রিট আগুনের ভিডিও#ParkStreetFire#ApeejayHouseFire#FireinKolkata#KolkataFirepic.twitter.com/BrXU71EIqU
— IE Bangla (@ieBangla) November 5, 2018
12.55 PM: অগ্নিকাণ্ডের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে এপিজে হাউস, এমনটাই জানালেন অফিসযাত্রী সুস্মিতা রক্ষিত।
অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন এই অফিসযাত্রী?#kolkatapic.twitter.com/n7p96Nimag
— IE Bangla (@ieBangla) November 5, 2018
12.45 PM : আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে। তবে ধোঁয়া দেখা যাচ্ছে এখনও।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/apj-759-1.jpg)
12.35 PM: ওই বহুতলের ৭ তলায় আগুন লাগে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/park-st-3-759.jpg)
12. 25 PM: অগ্নিকাণ্ডের জেরে পার্ক স্ট্রিটে যান চলাচলে কোনও প্রভাব পড়েনি বলে দাবি কলকাতা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের।সপ্তাহের শুরুতে কলকাতার প্রাণকেন্দ্রে অন্যতম ব্যস্ততম জায়গায় অগ্নিকাণ্ডের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।
12.15 PM: আগুন-আতঙ্ক!
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/park-st-fire-4-759.jpg)
12.05 PM: কয়েক বছর আগেই পার্ক স্ট্রিটে চ্যাটার্জি ইন্টারন্যাশনাল ও স্টিফেন কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। যার স্মৃতি আজও ভোলেনি শহর কলকাতা। কয়েকদিন আগে বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি ও কলকাতা মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা শহরবাসীর মনে একেবারে টাটকা। তার মধ্যে কালীপুজোর শহরে এদিনের ঘটনায় আতঙ্কিত পার্ক স্ট্রিটের চাকুরিজীবীরা।
11.53 AM: শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক ভাবে মনে করছে দমকল। কোটাক মাহিন্দ্রার অফিসের সার্ভার রুমে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে এপিজে হাউসে।
11.43 AM: সকাল ১১টা ১০ মিনিট নাগাদ এপিজে হাউসে আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি গাড়ি।