Park Street Fire: দমকলের প্রাণপাত চেষ্টায় বড় বিপদ এড়াল! পার্ক স্ট্রিটে বহুতলের আগুন নিয়ন্ত্রণে
Park Street Fire: কোনওভাবে আগুন ছড়িয়ে পড়লে মারাত্মক আকার ধারণ করতে পারত বলে আশঙ্কা অনেকেরই। আগুন লাগার পরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। খবর পেয়ে একে একে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসুও।
Kolkata Fire: ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে পার্ক স্ট্রিটের একটি বহুতলের ওপরের ফ্লোরে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। খবর পেয়ে একে একে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসুও। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Advertisment
জানা গিয়েছে, পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে অ্যালন পার্কের বিপরীত দিকে একটি বহুতলে এদিন আগুন লাগে। বহুতলের ওপরে একটি ক্যাফেতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যস্ততম এই এলাকায়। পুলিশ পৌঁছে গিয়ে এলাকার দখল নেয়। বিপদের আশঙ্কায় তড়িঘড়ি অ্যালন পার্কের পাশ দিয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
এদিকে খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে কাজ শুরু করে দেয় দমকল। একে একে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চালিয়ে যান দমকল কর্মীরা। শেষমেষ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমরা গোটাটা দেখে আমাদের রিপোর্ট দেব। এই বহুতলটির স্ট্রাকচারাল কোনও ত্রুটি রয়েছে কিনা সেই বিষয়টা কর্পোরেশন দেখবে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ফরেনসিক তদন্তের পরে আগুন লাগার কারণ স্পষ্ট হবে।"
এলাকার এক বাসিন্দা ললিত ধাড়া এদিন অগ্নিকাণ্ড সম্পর্কে বলেন, "প্রথমে ধোঁয়া বেরোচ্ছিল। বেলা ১১:১০ নাগাদ আগুন লেগেছে। দ্রুত দমকলকে ফোন করা হয়। দুটো ইঞ্জিন আসে। তারপর আরও কয়েকটা ইঞ্জিন এসেছে। যেখানে আগুন লেগেছে সেখানে আগে একটা বার ছিল। এখন সেটা বন্ধ। এখন সেটা যারা কিনেছে, ডেকরেশনের কাজ করাচ্ছিল।"
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর নেই। জনবহুল এলাকা জুড়ে একের পর এক অফিস, দোকান রয়েছে। কোনওভাবে আগুন ছড়িয়ে পড়লে মারাত্মক আকার ধারণ করতে পারত বলে আশঙ্কা অনেকেরই। আগুন লাগার পরপরই ওই বহুতল থেকে সবাইকে দ্রুত নিরাপদ দূরত্বে বের করে নিয়ে যান দমকল কর্মীরা এবং পুলিশ।