জ্বালানি তেলের দাম-বৃদ্ধি জারি। মাস পয়লায় ফের একবার দাম বাড়ল পেট্রল-ডিজেলের। কলকাতায় আজ লিটারে ৩৬ পয়সা বেড়েছে পেট্রলের দাম। একইসঙ্গে লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ৩৭ পয়সা। কলকাতায় সোমবার পেট্রলের নয়া দাম লিটারে ১১০ টাকা ১৫ পয়সা। ফের এক দফায় দাম বৃদ্ধির পর ডিজেলের নতুন দাম লিটারে ১০১ টাকা ৫৬ পয়সা।
জ্বালানির ছ্যাঁকায় দিশেহারা দশা। কলকাতায় লিটারে ১১০ পার পেট্রল। বেড়েছে ডিজেলের দামও। জ্বালানি তেলের লাগাতার এই দাম-বৃদ্ধির জেরে বাজার ‘আগুন’। বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। মাছ, মাংস থেকে শুরু শাক-সবজি সবের দামই চড়া। মাত্রাতিরিক্তভাবে বেড়ছে পরিবহণের খরচ।
জ্বালানি তেলের লাগমছাড়া দাম-বৃদ্ধির প্রতিবাদে রাজ্যে-রাজ্যে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে কোনও হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে পেট্রোল-ডিজেলকে জিএসটি-র আওতায় আনার পরামর্শ বিজেপি নেতাদের।
আরও পড়ুন- Daily Horoscope, 1 November 2021: মেষের অর্থযোগ, বৃশ্চিকের জীবনে প্রেম! পড়ুন রাশিফল
দেশের সর্বত্র আজও দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। রাজধানী দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রল ১০৯ টাকা ৬৯ পয়সা, ডিজেল লিটারে ৯৮ টাকা ৪২ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রলের দাম লিটারে ৩৫ পয়সা বেড়ে ১১৫ টাকা ৫০ পয়সা হয়েছে। অন্যদিকে মুম্বইয়ে লিটার প্রতি ডিজেলের দাম ৩৯ পয়সা বেড়ে হয়েছে ১০৬ টাকা ৬২ পয়সা।
চেন্নাইয়েও আজ ফের এক দফায় দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। লিটারে ৩১ পয়সা বেড়ে আজ চেন্নাইয়ে পেট্রলের দাম হয়েছে ১০৬ টাকা ৩৫ পয়সা। লিটারে ৩৪ পয়সা বেড়ে আজ চেন্নাইয়ে ডিজেলের দাম হয়েছে ১০২ টাকা ৫৯ পয়সা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন