/indian-express-bangla/media/media_files/2025/05/31/4Pq63w41nwAnMsnjq0EG.jpg)
Kolkata Police: প্রতীকী ছবি।
FIR against student:২২ বছর বয়সী আইনের এক আইনের ছাত্রীকে গুরগাঁও থেকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। সোশ্যাল মিডিয়ায় অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর সাফল্য বর্ণনা করতে গিয়ে ওই তরুণী নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিলেন বলে অভিযোগ ওঠে। কলকাতার একটি থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তারই ভিত্তিতে এই গ্রেফতারি বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, শর্মিষ্ঠা পানোলি নামে ওই ছাত্রী মহারাষ্ট্রের পুণের সিম্বিওসিস ল স্কুলের চতুর্থ বর্ষের বিবিএ এলএলবি অনার্সের ছাত্রী। তুমুল বিতর্ক দানা বাঁধতেই শর্মিষ্ঠা ইনস্টাগ্রামে করা তাঁর সেই পোস্টটি মুছে ফেলেছিলেন এবং এক্স হ্যান্ডলে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন। যদিও ততক্ষণে বহু নেটজেন তাঁর সেই পোস্ট দেখে ফেলেছিলেন। গ্রেফতারির পর ওই তরুণীকে গুরগাঁওয়ের আদালতে হাজির করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় আনা হবে বলে জানা গিয়েছে।
বন্দর বিভাগের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, একটি অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ মে কলকাতার গার্ডেনরিচ থানায় শর্মিষ্ঠা পানোলি নামে ওই ছাত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৯৬(১) (ক) ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা, বর্ণ বা সম্প্রদায়ের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার, ২৯৯ (যে কোনও শ্রেণীর নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ), ৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান), ৩৫৩(১)(গ) (জনসাধারণের জন্য অশান্তি উসকে দেয় এমন বিবৃতি)-এর অধীনে FIR দায়ের করা হয়েছিল।
এফআইআর দায়েরের পর, আইন অনুযায়ী নোটিশ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু অভিযুক্ত এবং তার পরিবার পলাতক ছিল। এরপরেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যার ভিত্তিতে শেষমেশ শর্মিষ্ঠা পানোলি নামে ওই তরুণীকে গুরগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- Cyber Crime: সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম, মুহূর্তের ভুলের চরম খেসারত দিতে হল মহিলাকে!
X-তে তার পোস্টে, পানোলি বলেছিলেন, "আমি নিঃশর্ত ক্ষমাপ্রার্থী, যা কিছু বলা হয়েছে তা আমার ব্যক্তিগত অনুভূতি এবং আমি কখনও ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করতে চাইনি। তাই যদি কেউ আঘাত পেয়ে থাকেন তবে আমি তার জন্য দুঃখিত। আমি সহযোগিতা এবং বোধগম্যতা আশা করি। এখন থেকে, আমি আমার পাবলিক পোস্ট নিয়ে সতর্ক থাকব। দয়া করে আমার ক্ষমা গ্রহণ করুন।"