New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/kolkata-police.jpg)
RG Kar Case: কঠোর পদক্ষেপ কলকাতা পুলিশের।
RG Kar Case: কঠোর পদক্ষেপ কলকাতা পুলিশের।
RG Kar Case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় এবার মিটিং-মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। আপাতত সাত দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক ডিভিশন। আগামী শনিবার পর্যন্ত আরজি কর মেডিক্যাল সংলগ্ন এলাকায় একসঙ্গে ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ।
এবার আগামী সাত দিনের জন্য আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মিটিং-মিছিল-জমায়েতে 'না' কলকাতা পুলিশের। আগামী সাতদিন এই চত্বরে পাঁচ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। আগামী শনিবার পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। কলকাতা পুলিশের ট্রাফিক ডিভিশনের তরফে কয়েকটি এলাকার নাম উল্লেখ করে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই এলাকাগুলি হল, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং চত্বর।
এদিকে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের কাছে আগামী ৭ দিনের জন্য যে কোনও ধরনের মিটিং-মিছিল-ধরনায় পুলিশি নিষেধাজ্ঞায় বেজায় ক্ষুব্ধ বিরোধীরা। BJP নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি মনে করেন, "এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে আসলে আন্দোলনকে দমানোর চেষ্টা করছে পুলিশ।" বাম নেতা সুজন চক্রবর্তীর কথায়, "সাধারণ মানুষের বিক্ষোভকে ভয় পাচ্ছে রাজ্য সরকার।"
আরও পড়ুন- Road Accident: জাতীয় সড়কে গা শিউরে ওঠার মতো দুর্ঘটনা! প্রায় ছিন্নভিন্ন ৫ যুবক
অন্যদিকে, আরজি কর কাণ্ডে CBI স্ক্যানারে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। পরপর দু'দিন সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কার নির্দেশে তড়িঘড়ি আরজি করের সেমিনার রুমের কাছে সংস্কার কাজ শুরু হয়েছিল? এমনই কিছু চোখা-চোখা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সন্দীপ ঘোষকে। আজ ফের তাঁকে তলব কেন্দ্রীয় তদন্ত সংস্থার।
আরও পড়ুন- RG Kar Incident Kolkata: ‘মেয়েটা যেন বিচার পায়’! অশক্ত শরীরে পথে নেমে প্রতিবাদ, নজির গড়লেন বৃদ্ধা