তলালশির সময় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার কম্পিউটারে ফাইল আপলোডিং সংক্রান্ত মামলায় ইডি ও কলকাতা পুলিশের সংঘাতে নয়া মোড়। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাটিকে সোমবারই 'আমার সংস্থা' বলে উল্লেখ করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, গত সপ্তাহের সোম ও মঙ্গলবার তল্লাশির সময় লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬টা ফাইল ডাউনলোড করে দিয়েছে ইডি। দিন কয়েক আগেই সংস্থার আইনজীবী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এই অভিযোগ দায়ের করেছিলেন। এৎ প্রেক্ষিতে ইডি-র জবাব তলব করেছিল পুলিশ। মেল করে উত্তর দেওয়া হয় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি-র তরফে। যাতে সন্তুষ্ট নয় লালবাজার। পাল্টা ইডি-কে মেল করেছে কলকাতা পুলিশ। সেখানে বলা হয়েছে যে, কোনও এক জন আধিকারিককে সশরীরে লালবাজারে এসে বিষয়টির ব্যাখ্যা করতে হবে।
গত ২১ ও ২২ অগাস্ট, লিপস অ্যান্ড বাউন্ডস নামে একটি কোম্পানিতে টানা ১৬ ঘণ্টা ম্যারাথন তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। কিন্তু গত শুক্রবার ওই সংস্থার আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায় লালবাজারে গিয়ে অভিযোগ করেন যে, ওই সংস্থারর কম্পিউটারে 'অচেনা' ১৬টি ফাইল ডাউনলোড করে গিয়েছে ইডি। কীভাবে ওই ফাইলগুলি এলো, সেই নিয়ে রহস্য দানা বাঁধতে থাকে।
লালবাজার এই ব্যাপারে ইডি-র কাছে বক্তব্য জানতে চিঠি পাঠায়। সেই চিঠির উত্তরে ইডি মেল মারফৎ দাবি করে যে, তাদের এক আধিকারিক ওই কম্পিউটারে মেয়ের জন্য হস্টেলের খোঁজ নিচ্ছিলেন, সে সময়ই ওই এক্সেল ফাইলগুলো ডাউনলোড হয়েছে! অন্যান্য অফিসারদের সামনেই ওই অফিসার মেয়ের হস্টেলের খোঁজখবর নিচ্ছিলেন। তাঁর মেয়ে এ বছর শিবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে। হস্টেলে থাকতে শুরু করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর বাবা হিসেবে হস্টেল নিয়ে উদ্বিগ্ন ছিলেন ওই অফিসার। তাই মেয়ের সুরক্ষার কথা ভেবেই কলেজের হস্টেল সম্পর্ক কম্পিউটারে নানান খবরাখবর নিচ্ছিলেন। হস্টেল নিয়ে ঘাঁটাঘাঁটি করার সময়ই ওই ১৬টা এক্সেল ফাইল কোনওভাবে ডাউনলোড হয়ে থাকবে। তাদের অন্য কোনও অভিসন্ধি ছিল না। এই ঘটনার সময় সংস্থার অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন। এমনকী সিসি ক্যামেরার নজরদারিতে তারা তল্লাশি চালিয়েছে বলেও জানায় ইডি।
যা নিয়ে সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ইডি-কে নিশানা করেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাটিকে নিজের বলে মেনে নেন তিনি। বলেন, 'আমি যে দিন এসেছি, পরের দিন পাঠিয়ে দিয়েছে ইডিকে তল্লাশি করতে! আমার অফিসে গিয়ে তল্লাশি করেছে। তার সঙ্গে ১৬টা ফাইল একটা কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে।'
নিয়োগ মামলায় অধুনা জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র সংস্থা এসডি এন্টারপ্রাইজ়ের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থাটির লেনদেনের প্রমাণ মিলেছে বলে ইডি সূত্রে খবর। চার্জশিটে ইডি দাবি করেছে, ২০২০-২১ সালের মধ্যে সুজয়কৃষ্ণের এসডি এন্টারপ্রাইজ়ের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডসের ৯৫ লক্ষ টাকার লেনদেন হয়েছে। সেই সূত্রেই ওই সংস্থার আলিপুরের অফিসে রাতভর তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি।