Advertisment

মুকুল রায়কে নোটিস কলকাতা পুলিশের

বড়বাজারের একটি মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mukul roy, মুকুল রায়

মুকুল রায়।

বিজেপি নেতা মুকুল রায়কে নোটিস পাঠাল কলকাতা পুলিশ। বড়বাজারের একটি মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতারণা ও দুর্নীতির অভিযোগে ওই মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ পর্বে মুকুলের নামও উঠে আসে। জানা যাচ্ছে, সে কারণেই প্রাক্তন এই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

Advertisment

আরও পড়ুন: ব্যাকফুটে মুকুল, বিজেপিতে দিলীপই শেষ কথা

আগামী ৩০ তারিখ দিল্লিতে গিয়ে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কলকাতা পুলিশ। সিআরপিসির ১৬০ নং ধারায় মুকুলকে গত দু’দিন আগেই নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, মুকুল রায় বেশ কয়েকবছর ধরে দিল্লির ভোটার।

আরও পড়ুন: ‘মুকুলদার সঙ্গে আমায় মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করুন’

Advertisment

পুলিশের নোটিস প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘‘আমাকে সাক্ষী হিসেবে নোটিস দেওয়া হয়েছিল। ওদের চিঠি দিয়ে বলেছিলাম, আমি দিল্লিতে তো থাকি। দিল্লিতে আসো। এদিকে, এর আগে ব্যাঙ্কশাল আদালতে আমার নামে মামলা করে। দুটো জিনিস কীভাবে হয়! আমি দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছি’’। এ প্রসঙ্গে মমতাকে বিঁধে মুকুল রায় বলেন, ‘‘মমতা কতটা প্রতিহিংসাপরায়ণ, সেটাই বোঝা যাচ্ছে। আরও অনেক নোটিস আসতে পারে’’।

উল্লেখ্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন মুকুল রায়। লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির সাফল্যের নেপথ্যে একদা মমতা ঘনিষ্ঠ এই নেতার হাত রয়েছে বলে মনে করেন রাজনীতির কারবারীদের একাংশ। মুকুলের কৌশলেই লোকসভা ভোটের পর কার্যত ভাঙন শুরু হয়ে গিয়েছিল তৃণমূলে। মমতার দলের একাধিক নেতা-কর্মীরা বিজেপিতে যোগ দেন। বাংলা রাজনীতির এই প্রেক্ষাপটে মুকুলকে পুলিশি নোটিস তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

kolkata police mukul roy
Advertisment