Advertisment

আরও বিপাকে নূপুর শর্মা, লুক-আউট নোটিশ জারি লালবাজারের

শুক্রবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছেন বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা। তাঁকে দেশের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata police issues lookout notice against nupur sharma

কড়া পদক্ষেপ পুলিশের।

পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের রেশ আরও গভীরে। শুক্রবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছেন বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা। তাঁকে দেশের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে আদালত। এবার নূপুরের বিরুদ্ধে লুক আউট জারি করল কলকাতা পুলিশ।

Advertisment

নূপুরের পয়গম্বর মন্তব্যের প্রেক্ষিতে দেশজুড়ে অশান্তি ছড়ায়। যার আঁচ পড়েছিল কলকাতাতেও। সেই সময়ই কলকাতা পুলিশের অন্তর্গেত নারকেলডাঙা ও আমহার্স্ট স্ট্রিট থানায় বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে এইআইআর হয়েছিল। যার ভিত্তিতে তাঁকে সমন পাঠান হয়। কিন্তু, জীবনহানির সংশয় প্রকাশ করে তখন হাজিরার জন্য চার সপ্তাহের সময় চেয়েছিলেন নূপুর। ই-মেল মারফৎ সেই সময় চাওয়া হয়েছিল বলে জানা য়ায়া। তবে, এ নিয়ে কলকাতা পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এবার এবার নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট জারি করল কলকাতা পুলিশ। দু’বার তলব করার পরও তাঁর হাজিরা এড়ানোর জেরেই এই লুক আউট নোটিস জারির সিদ্ধান্ত বলে লালবাজার সূত্রে খবর।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, নূপুরের বিরুদ্ধে মামলাগুলির তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেকারণেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। নূপুরের বিরুদ্ধে শুধু কলকাতা পুলিশে নয়, রাজ্যের একাধিক থানায় মামলা দায়ের হয়েছে। তবে, সেগুলির প্রেক্ষিতে পুলিশকে এখনও তেমন সক্রিয় হতে দেখা যায়নি।

kolkata police bjp Prophet Muhammad Nupur Sharma
Advertisment