Advertisment

৪.৭৫ লক্ষ বকেয়া ট্র্যাফিক মামলার নিষ্পত্তি ৪ দিনেই!

গত ৪ দিনে ট্র্যাফিক জরিমানা সংক্রান্ত ৪.৭৫ লক্ষ বকেয়া মামলা মেটানো হয়েছে বলে জানানো হয়েছে। প্রায় ১.৫৬ কোটি টাকার বকেয়া ট্র্যাফিক জরিমানা মেটানো হয়েছে বলে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata police, কলকাতা পুলিশ

সাংবাদিক বৈঠকে কলকাতার নগরপাল রাজীব কুমার। নিজস্ব ছবি।

‘ছাড়’প্রিয় বাঙালিকে বকেয়া ট্র্যাফিক জরিমানা থেকে ‘ছাড়’ দিতেই বিপুল পরিমাণ ছাড়ের কথা ঘোষণা করেছিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। দীর্ঘদিনের বকেয়া ট্র্যাফিক জরিমানা মেটাতে ‘ওয়ান টাইম ট্র্যাফিক ফাইন সেটলমেন্ট স্কিম’ নামের অভিনব পরিষেবা চালু করেছে কলকাতা পুলিশ। যে পরিষেবার হাত ধরে মিলল অনেকটা সাফল্য। গত ৪ দিনে ট্র্যাফিক জরিমানা সংক্রান্ত ৪.৭৫ লক্ষ বকেয়া মামলা মেটানো হয়েছে বলে জানানো হয়েছে। প্রায় ১.৫৬ কোটি টাকার বকেয়া ট্র্যাফিক জরিমানা মেটানো হয়েছে বলে খবর।

Advertisment

এ প্রসঙ্গে যুগ্ম নগরপাল(ট্র্যাফিক) মিতেশ জৈন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘গত ৪ দিনে ৪.৭৫ লক্ষ বকেয়া মামলার নিষ্পত্তি করা হয়েছে। ওই মামলাগুলো দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। এই প্রথমবার এ ধরনের পরিষেবা চালু করা হল।’’ উল্লেখ্য, গত সপ্তাহেই লালবাজারে ‘ওয়ান টাইম ট্র্যাফিক ফাইন সেটলমেন্ট স্কিম’ পরিষেবার কথা ঘোষণা করেন নগরপাল রাজীব কুমার।

আরও পড়ুন, ট্র্যাফিক ফাইন দেন নি? এবার দিন, মোটা ছাড় পাবেন

লালবাজারের তরফে জানানো হয়েছে যে, ১৫ নভেম্বর পর্যন্ত যাঁদের ট্র্যাফিক জরিমানা বকেয়া রয়েছে, তাঁরা যদি ১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে তা মেটান, তবে মোটা ছাড় পাবেন। কী সেই ছাড়? এ প্রসঙ্গে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (৩) সুপ্ৰতিম সরকার জানিয়েছিলেন, “১ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত প্রথম ৪৫ দিনের মধ্যে যাঁরা বকেয়া ট্র্যাফিক জরিমানা মেটাবেন, তাঁরা ৬৫ শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ, জরিমানার মাত্র ৩৫ শতাংশ দিলেই হবে। ধরুন, কারও জরিমানা ১,০০০ টাকা, তাহলে তাঁকে দিতে হবে ৩৫০ টাকা। কারও ২,০০০ টাকা জরিমানা থাকলে ৭০০ টাকা দিলেই হবে। দ্বিতীয় দফায় ১৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া জরিমানা মেটালে পাবেন ৫০ শতাংশ ছাড়। অর্থাৎ, ১,০০০ টাকা জরিমানা থাকলে দিতে হবে ৫০০ টাকা। ১৩ ফেব্রুয়ারির পর এই সুযোগ থাকবে না।”

লালবাজারের তরফে আরও জানানো হয়েছে যে, অনলাইনে টাকা জমা দেওয়া যাবে। তাছাড়া ২৫ টি ট্র্যাফিক গার্ড ও লালবাজারে গিয়েও মেটানো যাবে। এই পরিষেবায় ভাল সাড়া মিললে আরও আউটলেট খোলা হবে বলেও জানানো হয়েছে।

Read the full story in English

kolkata police kolkata news
Advertisment