Kolkata Police has Lodged FIR Against Mithun Chakraborty over Provocative Comment: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় দাঁড়িয়ে উসকানিমূলক মন্তব্যের জেরে বিজেপি নেতা তথা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের। লালবাজার সূত্রে খবর, সোমবার বউবাজার থানায় পদ্মভূষণ অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই অভিযোগ বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিডেপির সভায় দাঁড়িয়ে উসকানিনমূলক মন্তব্য করেছেন মিঠুন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।
তবে নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রেখেছে পুলিশ। এবার অভিনেতার বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেয়, আদৌ ব্যবস্থা নেবে কি না সেটাই প্রশ্ন।
উল্লেখ্য, সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনায় কলকাতায় এসেছিলেন অমিত শাহ। ২৭ অক্টোবর সেই কর্মসূচির অংশ হিসাবে কলকাতায় একটি সভায় উপস্থিত ছিলেন দাদাসাহেব ফালকে সম্মান প্রাপ্ত অভিনেতা। লোকসভা নির্বাচনের প্রচারের সময় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর একটি মন্তব্য করেছিলেন। বিতর্কিত সেই মন্তব্যের রেশ টেনেই শাহের সভায় মিঠুন বলেন, 'আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বসছি, যা করতে হয় সব করব। এই সব কিছু মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেছেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমার মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।'
আরও পড়ুন বাম আমলের মন্ত্রী আবদুস সাত্তারকে মুখ্য উপদেষ্টা করলেন মমতা, 'তৃণমূল-মার্কসিস্ট কম্বো' তোপ শুভেন্দুর
সেদিন মিঠুন আরও বলেন, 'বার বার বলছি, যা করতে হয় সব করব। এমন সদস্য চাই যাঁরা বুক চিতিয়ে বলবেন মার! কত গুলি আছে দেখি! এমন কর্মী চাই না, যাঁরা টাকা নিয়ে কাজ করেন। এমন করলে আপনারা তৃণমূলে চলে যান। আমি বলে যাচ্ছি, আপনারা আমাদের বাগানের একটা ফল যদি ছেঁড়েন, আমরা তাহলে ৪টে ছিঁড়ব। এটা সত্যি, নাহলে জিততে পারব না।'
পুলিশ সূত্রে খবর, এই মন্তব্যের জেরেই মিঠুনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। রুপোলি পর্দায় মিঠুনের গরম গরম সংলাপ শুনতে বাঙালিরা অভ্যস্ত। বাস্তব জীবনেও সেই ধরনের মন্তব্য করে এবার বিতর্কে জড়িয়েছেন প্রবীণ অভিনেতা।
Mithun Chakraborty: শাহের সভায় 'গরমা-গরম' কথা বলে বিপাকে মিঠুন, বিরাট ঝামেলার সম্মুখীন পদ্মভূষণ অভিনেতা
Mithun Chakraborty FIR: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভায় বিতর্কিত এবং উসকানিমূলক মন্তব্য করার জেরে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে বউবাজার থানায় FIR দায়ের।
Follow Us
Kolkata Police has Lodged FIR Against Mithun Chakraborty over Provocative Comment: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় দাঁড়িয়ে উসকানিমূলক মন্তব্যের জেরে বিজেপি নেতা তথা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের। লালবাজার সূত্রে খবর, সোমবার বউবাজার থানায় পদ্মভূষণ অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই অভিযোগ বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিডেপির সভায় দাঁড়িয়ে উসকানিনমূলক মন্তব্য করেছেন মিঠুন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।
তবে নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রেখেছে পুলিশ। এবার অভিনেতার বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেয়, আদৌ ব্যবস্থা নেবে কি না সেটাই প্রশ্ন।
উল্লেখ্য, সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনায় কলকাতায় এসেছিলেন অমিত শাহ। ২৭ অক্টোবর সেই কর্মসূচির অংশ হিসাবে কলকাতায় একটি সভায় উপস্থিত ছিলেন দাদাসাহেব ফালকে সম্মান প্রাপ্ত অভিনেতা। লোকসভা নির্বাচনের প্রচারের সময় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর একটি মন্তব্য করেছিলেন। বিতর্কিত সেই মন্তব্যের রেশ টেনেই শাহের সভায় মিঠুন বলেন, 'আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বসছি, যা করতে হয় সব করব। এই সব কিছু মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেছেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমার মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।'
আরও পড়ুন বাম আমলের মন্ত্রী আবদুস সাত্তারকে মুখ্য উপদেষ্টা করলেন মমতা, 'তৃণমূল-মার্কসিস্ট কম্বো' তোপ শুভেন্দুর
সেদিন মিঠুন আরও বলেন, 'বার বার বলছি, যা করতে হয় সব করব। এমন সদস্য চাই যাঁরা বুক চিতিয়ে বলবেন মার! কত গুলি আছে দেখি! এমন কর্মী চাই না, যাঁরা টাকা নিয়ে কাজ করেন। এমন করলে আপনারা তৃণমূলে চলে যান। আমি বলে যাচ্ছি, আপনারা আমাদের বাগানের একটা ফল যদি ছেঁড়েন, আমরা তাহলে ৪টে ছিঁড়ব। এটা সত্যি, নাহলে জিততে পারব না।'
পুলিশ সূত্রে খবর, এই মন্তব্যের জেরেই মিঠুনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। রুপোলি পর্দায় মিঠুনের গরম গরম সংলাপ শুনতে বাঙালিরা অভ্যস্ত। বাস্তব জীবনেও সেই ধরনের মন্তব্য করে এবার বিতর্কে জড়িয়েছেন প্রবীণ অভিনেতা।