Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বর ক্লোন করে বিরাট জালিয়াতি। রায়গঞ্জ পুরসভার ভাইস-চেয়ারম্যানকে ফোন করে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করে জালিয়াতরা।
এই ঘটনায় এক রূপান্তরকামী-সহ দুজনকে দিল্লি থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। যদিও যে নম্বরটি ক্লোন করা হয়েছিল,সেটি অভিষেকের ব্যক্তিগত ফোন নম্বর নয় বলে জানিয়েছে পুলিশ।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় দিয়ে গত ৭ জুন রায়গঞ্জের ভাইস-চেয়ারম্যানকে ফোন করে এক ব্যক্তি বলেন, সোফিয়া চক্রবর্তী নামে এক মহিলার জমি নিয়ে কোনও সমস্যা আছে, সেটি দেখে নিতে হবে। ফোন পেয়ে ভাইস-চেয়ারম্যানের সন্দেহ হয়। গলার স্বরও সন্দেহজনক মনে হওয়ায় তিনি বিষয়টি অভিষেকের আপ্তসহায়ককে জানান। এর পর শেক্সপিয়র সরণি থানায় অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অভিযোগ দায়ের হয়।
আরও পড়ুন Abhishek Banerjee: ভোটের গুরুদায়িত্ব শেষ, এবার রাজনীতি থেকে ‘ছুটি’ নিচ্ছেন অভিষেক, কিন্তু কেন?
এর পর পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই ফোন নম্বরটির সঙ্গে দিল্লির যোগসূত্র রয়েছে। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা দিল্লিতে গিয়ে দেখে, সোফিয়া আদতে শুভজিৎ। তাঁর এক বন্ধু অভিষেক চৌধুরি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করে। সেই বন্ধুর সাহায্যে অভিষেকের ফোন নম্বরটি ক্লোন করানো হয়। তার পর সেই নম্বর থেকে ফোন করায় শুভজিৎ।
পুলিশ দুজনকেই গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।