বিরাট বিপদে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী! এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করল পুলিশ। গত ২১ জানুয়ারি কলকাতার ধর্মতলায় পুলিশের উপর হামলার অভিযোগ নওশাদ সিদ্দিকী ও তাঁর সহযোগিদের বিরুদ্ধে। সেই মামলাতেই আজ চার্জশিট জমা লালবাজারের।
আরও বিপাকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে পুলিশি মদতে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে গত ২১ জানুয়ারি কলকাতার ধর্মতলা অবরুদ্ধ করে তুমুল বিক্ষোভ দেখায় আইএসএফ। সেই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে উপর্যুপরি হামলা চলে বলে অভিযোগ। ইট-পাথরের ঘায়ে মাথা ফাটে পুলিশকর্মীদের। ঘটনার পরপরই নওশাদ-সহ বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে।
সেই মামলাতেই এতদিন জেল হেফাজতে ছিলেন নওশাদ। জেল হেফাজত শেষে আজ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। এদিকে, হেয়ার স্ট্রিট থানার গত ২১ জানুয়ারি রুজু করা মামলার ২৫ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিয়েছে লালবাজার। নওশাদ সিদ্দিকী-সহ মোট ২০ জনের নামে এদিন চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেই চার্জশিটে নওশাদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছে। অন্যদিকে, নিউ মার্কেট থানার দায়ের করা অপর একটি মামলায় আজই নওশাদ সিদ্দিকীকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে।
বুধবার জেল হেফাজতের মেয়াদ শেষে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যায় পুলিশ। প্রিজন ভ্যান থেকে নামার আগে সাংবাদিকদের দেখে নওশাদ মুখ খোলেন। প্রিজন ভ্যানের দরজায় দাঁড়িয়েই তাঁর দাবি, ‘আমাকে অপদস্থ করা হচ্ছে। এটা হেনস্থা ছাড়া আর কিছু নয়। তবে এটা করে আইএসএফকে দমানো যাবে না। বাংলার বঞ্চিতদের হয়ে এই লড়াই চলবে।’