RG Kar Incident: আর জি কর ভাঙচুর কাণ্ডে এবার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় দোষীদের খোঁজার প্রক্রিয়া শুরু করে দিল কলকাতা পুলিশ। ফেসবুক পোস্টে সাধারণের প্রতি কলকাতা পুলিশের তরফে আবেদনে জানানো হয়েছে, 'ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে'।
গতকাল রাতে যখন রাজপথ দখল করে মেয়েরা ঠিক সেই সময়ে তাণ্ডব চালানো হয় আরজি কর হাসপাতালে। ভেঙে দেওয়া হয় ব্যারিকেড, হাসপাতালের ভিতরে থাকা গাড়ি, প্রতিবাদীদের মঞ্চ। ছাড় পেল না পুলিশের গাড়িও। এদিকে আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশ বলছে, তাঁদের আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। তবে তাঁরা ভয় পাচ্ছেন না। পাশাপাশি আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।
< Crime News: ‘রাত দখলে’র রাতেই খুন মহিলা! গলা কাটা দেহ উদ্ধারে ছড়াল চূড়ান্ত চাঞ্চল্য >
দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জ করে হামলাকারীদের এলাকাছাড়া করার চেষ্টা চলে। পালটা, পাথরের আঘাতে পুলিশকর্মীদের মাথা ফেটেছে বলেও অভিযোগ। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছেছে। মোতায়েন করা হয়েছে র্যাফ। পাশাপাশি, পুলিশ কমিশনারও ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি স্পষ্ট বলেন, “হামলাকারীদের কাউকে ছাড়া হবে না। যারা হামলা করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে।” পাশাপাশি হামলার জন্য মিডিয়ার একাংশকেই দুষেছেন কলকাতার নগরপাল। তিনি বলেন, মিডিয়ার একাংশের অতি সক্রিয়তা এবং সোশ্যাল মাধ্যমে ক্রমাগত গুজবের জেরেই এদিনের রাতের হামলার ঘটনা ঘটেছে। সূত্রের খবর আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ন’জনকে। যদিও সরকারি ভাবে এই বিষয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ।