Advertisment

পুলিশে চাকরির নামে প্রতারণায় অভিযুক্ত পুলিশ!

কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিক সহ চার পুলিশকর্মীর বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata police, কলকাতা পুলিশ

প্রতারণায় অভিযুক্ত কলকাতা পুলিশের এক আধিকারিকসহ ৪ কর্মী। প্রতীকী ছবি।

চাকরির নামে প্রতারণা, এমন অভিযোগ এখন আর নতুন কিছু নয়। কিন্তু এহেন প্রতারকদের ভূমিকায় পুলিশি চেহারা প্রায় নজিরবিহীন। হ্যাঁ, চোখ কপালে ওঠারই জোগাড় বটে। চাকরি দেওয়ার নামে প্রতারণার কিনারা যাঁদের হাত ধরে হয়, সেই পুলিশের বিরুদ্ধেই এবার প্রতারণার অভিযোগ উঠেছে। তাও আবার যে সে পুলিশ নয়, মায় কলকাতা পুলিশ। এবং কোনও মামুলি পুলিশকর্মীর বিরুদ্ধে নয়, স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিকের নামে এমন অভিযোগ উঠেছে। কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামেই প্রতারণার অভিযোগ উঠেছে ওই আধিকারিক সহ চারজন পুলিশকর্মীর বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন মুর্শিদাবাদের এক বাসিন্দা।

Advertisment

সূত্র মারফৎ জানা গিয়েছে, কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিকসহ চার পুলিশকর্মীর বিরুদ্ধে। মানিকতলা থানায় এই মর্মে কোর্ট পিটিশন দাখিল করিয়েছেন মুর্শিদাবাদের বাসিন্দা রামচন্দ্র বিশ্বাস। কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে তাঁর থেকে ওই উর্দিধারীরা সাত লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন রামচন্দ্রবাবু।

আরও পড়ুন: Kolkata Police Recruitment 2018: চাকরি খুঁজছেন? ডেটা এন্ট্রির জন্য কর্মী নিয়োগ করবে কলকাতা পুলিশ

তবে শুধু ওই অভিযোগকারীর থেকেই নয়, আরও দু'জনের থেকেও একইভাবে টাকা হাতিয়েছেন অভিযুক্তরা, বলে দাবি। অমিত রায় নামে এক ব্যক্তির থেকে চাকরির টোপ দিয়ে অভিযুক্তরা আবারও ৭ লক্ষ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, সুপ্রিয় মণ্ডল নামে আরেক ব্যক্তির থেকে ওই পুলিশকর্মীরা ৭.৫ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

অভিযোগকারীর বক্তব্য, প্রতিশ্রুতি মতো এখনও চাকরি মেলেনি। এমনকি, কোনও টাকাও ফেরত দেননি অভিযুক্তরা। উল্টে অভিযোগকারীদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রত্যাশিত ভাবেই এ ঘটনায় পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। সংশ্লিষ্ট থানার তরফেও এ ব্যাপারে কার্যত মুখে কুলপ টানা হয়েছে। পুলিশের তরফ থেকে এ ঘটনায় কিছু জানতে পারলেই এই প্রতিবেদনটি আপডেট করা হবে।

kolkata police kolkata news
Advertisment