করোনা কালেই বেআইনি অর্থ উদ্ধারে কলকাতা পুলিশের বড়সড় সাফল্য। এসটিএফ-এর হানায় খোদ শহর থেকেই বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বেআইনি টাকা। যা প্রকাশ পেতেই হৈচৈ।
কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রের কাছ থেকে খবর পেয়ে চলতি সপ্তাহের সোমবার, ১৯ অক্টোবর পার্ক স্ট্রিট থানা এলাকায় এলিয়ট রোডের বাসিন্দা মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে যৌথভাবে হানা চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং পার্ক স্ট্রিট থানার কিছু আধিকারিকদের নিয়ে গঠিত একটি বিশেষ দল।
আরো পড়ুন: সাত হারে তলানিতে, তবু প্লে অফে উঠতে পারে সিএসকে, জানুন সমীকরণ
সেখানেই তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১ কোটি ৬২ লক্ষ ভারতীয় টাকা। নগদ অর্থেই শেষ নয়। পাশাপাশি পাওয়া গিয়েছে বিপুল সোনার গয়না, দুটি ল্যাপটপ, এবং দুটি স্মার্টফোন।
কলকাতা পুলিশের ফেসবুক পোস্ট
অভিযুক্ত ইমরান সেসময় বাড়িতে হাজির ছিলেন না। তবে তাঁর অনুপস্থিতিতে বিপুল পরিমাণ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা।
টাকা সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে পার্ক স্ট্রিট থানায়। নিখোঁজ অভিযুক্ত ইমরানের খোঁজে আপাতত কলকাতা পুলিশ। বাজেয়াপ্ত নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্রের উৎস বিষয়ে চালু হয়েছে তদন্ত।
সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে জানানোর পর থেকেই কুর্নিশ করছেন নেট নাগরিকরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন