খাস কলকাতায় পাক গুপ্তচর সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে পাকিস্তানের ওই গুপ্তচরকে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে একাধিক সন্দেহজনক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। একটি ক্যুরিয়র সংস্থার হয়ে কাজ করত ধৃত ব্যক্তি। ধৃতের মোবাইল থেকে বেশ কিছু আপত্তিকর চ্যাট ও তথ্য উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি।
কলকাতায় পাকিস্তানের গুপ্তচর সংস্থার এক এজন্টকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি। ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। একটি ক্যুরিয়র সংস্থার হয়ে কাজ করত ধৃত ব্যক্তি। অভিযুক্তের ব্যাপারে সূত্র মারফত খবর পায় কলকাতা পুলিশের এসটিএফ। সেই মতো তাকে ধরার জন্য পরিকল্পনা সাজানো হয়। অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- রিল বানানোর কয়েক মুহূর্তেই শেষ জীবন! যুবকের চরম পরিণতিতে দিশেহারা পরিবার
তার বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ রয়েছে। ধৃত ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করে বলে অভিযোগ। ধৃতের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই ফোন ঘেঁটে চাঞ্চল্যকর কিছু তথ্য মিলেছে বলে দাবি সূত্রের। তাকে হেফাজতে নিয়ে আরও জেরা করতে চায় পুলিশ। ধৃতকে জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।