Martyrs’ Day rally on 21 July: ২১ জুলাই কলকাতাকে সচল রাখতে মরিয়া পুলিশ, কোন কোন রাস্তা এড়িয়ে চলার পরামর্শ?

Martyrs’ Day rally on 21 July: শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় আয়োজিত হতে চলেছে মেগা মিছিল। ইতিমধ্যে শহর ও শহরতলি থেকে দলে দলে কর্মী সমর্থকরা কলকাতা অভিমূখে রওনা দিয়েছেন। গতকাল বিকেলে সভাস্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

Martyrs’ Day rally on 21 July: শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় আয়োজিত হতে চলেছে মেগা মিছিল। ইতিমধ্যে শহর ও শহরতলি থেকে দলে দলে কর্মী সমর্থকরা কলকাতা অভিমূখে রওনা দিয়েছেন। গতকাল বিকেলে সভাস্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Martyrs' Day Rally ,  Kolkata Police, July 21 rally, TMC Martyrs' Day, Calcutta High Court order, traffic restrictions, Manoj Verma, helpline numbers, traffic control, Dharmatala rally, no traffic jam

২১ জুলাই কলকাতাকে সচল রাখতে মরিয়া পুলিশ, কোন কোন রাস্তা এড়িয়ে চলার পরামর্শ?

Martyrs’ Day rally on 21 July:  আগামীকাল ২১ জুলাই! তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় আয়োজিত হতে চলেছে মেগা মিছিল। ইতিমধ্যে শহর ও শহরতলি থেকে দলে দলে কর্মী সমর্থকরা কলকাতা অভিমূখে রওনা দিয়েছেন। গতকাল বিকেলে সভাস্থল পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আগামীকালের সভাকে কেন্দ্র করে শহরে জারি করা হয়েছে কড়া ট্রাফিক বিধিনিষেধ। কলকাতা পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।

Advertisment

সোমবার (২১ জুলাই) অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস সমাবেশ। ধর্মতলায় আয়োজিত এই বিশাল জনসমাবেশ ঘিরে শহরের রাস্তায় যাতে যানজট না হয়, তা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই অনুযায়ী কলকাতা পুলিশ শুক্রবার একটি বিস্তারিত ট্র্যাফিক নির্দেশিকা জারি করেছে।

পুলিস কমিশনার মনোজ ভার্মার সই করা নির্দেশিকায় বলা হয়েছে, সোমবার ভোর ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যাত্রী ও পণ্যবাহী গাড়ির চলাচলে কড়া নিয়ন্ত্রণ থাকবে। এর মধ্যে রয়েছে, অ্যামহার্স্ট স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্র্যাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার পর্যন্ত)। 

Advertisment

১৮ জুলাই শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, সকাল ৮টার মধ্যে বা সকাল ১১টার পরেই মিছিল ধর্মতলায় পৌঁছাতে পারবে। সকাল ৯টা থেকে ১১টার মধ্যে সেন্ট্রাল কলকাতায় অফিসযাত্রীদের জন্য ট্রাফিক পরিষেবা স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা। বিচারপতি আরও জানিয়েছেন, হাইকোর্ট ও তার আশপাশের ৫ কিলোমিটারের মধ্যে যেন কোনো যানজট না হয়, তা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে। ভবিষ্যতের জন্য শহিদ দিবসের মিছিল অন্য কোনও খোলা জায়গায় করার পরামর্শ দিয়েছেন তিনি—যেমন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, শহিদ মিনার চত্বর, বা সাল্টলেক স্টেডিয়াম।

২১ জুলাইয়ের জন্য জরুরি হেল্পলাইন:

পুলিশ কন্ট্রোল রুম: 033-22143230

ট্রাফিক কন্ট্রোল রুম: 033-22143644

জরুরি হেল্পলাইন: 100

২১ জুলাই রাস্তায় বেরিয়ে সমস্যাইয় পড়লে আরও দুটি নম্বর জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। নম্বরদুটি হল ৯৮৩০৮১১১১১ এবং ৯৮৩০০১০০০০।

শনিবার একটি সাংবাদিক সম্মেলনে কলকাতা পুলিস কমিশনার মনোজ কুমার বর্মা জানান, ২১ জুলাই সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরে যাতে কোনও যানজট না হয়, তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।

এই দুই ঘণ্টাকে ‘অফিস টাইম’ হিসেবে চিহ্নিত করে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ শুক্রবার নির্দেশ দেয়, ওই সময়ে কোনও মিছিল ধর্মতলার সভাস্থলের দিকে এগোতে পারবে না। আদালতের এই নির্দেশ কার্যকর করতে শনিবার কমিশনার মনোজ বর্মা জানান, “আমরা ইতিমধ্যেই আমাদের সিনিয়র অফিসারদের এবং সংশ্লিষ্ট বিভাগগুলিকে আদালতের নির্দেশ জানিয়ে দিয়েছি। ট্র্যাফিক বিভাগ ও পার্শ্ববর্তী কমিশনারেটের সঙ্গে বৈঠক হয়েছে। সবদিক থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

পুলিস কমিশনার আরও জানান, “রবিবার রাত থেকেই শহরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিস মোতায়েন করা হবে। সোমবার সকালে আরও বাড়তি বাহিনী নামবে যাতে সাধারণ মানুষ কোনও সমস্যায় না পড়েন।” পুলিস কমিশনার জানান, “আমরা আশাবাদী যে আদালতের নির্দেশ পুরোপুরি কার্যকর করা সম্ভব হবে এবং শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে না।”

২১ জুলাই 'শহিদ দিবস' কেন, কী ঘটেছিল সেদিন?

 

21 July Shahid Diwas