আন্তর্জাতিক নারী দিবসে এক অভিনব উদ্যোগ নিয়ে শুক্রবার পথে নামল কলকাতা ট্র্যাফিক পুলিশ। এই বিশেষ দিন উপলক্ষ্যে কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে শহরের রাজপথে বিভিন্ন গাড়িতে লাগানো হল স্টিকার, যাতে লেখা, 'Respect Women’, চালকদের সম্মতিক্রমেই। এই স্টিকার লাগানো হয়েছে পুলিশের গাড়িগুলিতেও। এছাড়াও 'নারীশক্তি' শীর্ষক একটি ভিডিও পোস্ট করা হয় কলকাতা পুলিশের ফেসবুক পেজে, যে ভিডিওর মূল বিষয়বস্তু হলো কলকাতা পুলিশের নারীবাহিনীর কার্যকলাপ তুলে ধরা।
কলকাতা পুলিশের আরও বেশ কিছু উদ্যোগের মতোই এটিও নজরে পড়েছে সোশ্যাল মিডিয়ার, যেখানে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটি। আজ সকাল থেকে 'Respect Women' স্টিকারটি নজরে পড়েছে কিছু কিছু টলি তারকার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি হিসেবেও।
উল্লেখ্য, গতবছর নারীদিবস উপলক্ষ্যে কলকাতা পুলিশের পেজে বলা হয়েছিল বাহিনীর প্রথম মহিলা কনস্টেবল ড্রাইভারদের কথা। ২০১৩ সালে কলকাতা পুলিশে যোগ দেওয়া এই মহিলা ড্রাইভার বাহিনী ২০১৫ সালে গাড়ি চালনার প্রশিক্ষণ লাভ করেন গত বছর তাঁদের মধ্যে সেরা ছ'জন পান লেডি কনস্টেবল ড্রাইভারের মর্যাদা। এবছরের 'নারীশক্তি' শীর্ষক ভিডিওতেও তুলে ধরা হয়েছে তাঁদের কথা।
এছাড়াও কলকাতার মহিলা পুলিশ বাহিনীতে উল্লেখযোগ্য সংযোজন 'উইনার্স' নামে বিশেষ টিম, যেটি জুলাই ২০১৮-তে কলকাতার রাজপথে স্কুটি নিয়ে যাত্রা শুরু করে। এঁদের কাজ মূলত মহিলাদের নিরাপত্তার ওপর নজর রাখা। অনেক ইভটিজাররাই এখন পর্যন্ত ধরা পড়েছে এঁদের হাতে। এঁদের সম্পর্কে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেন, "শহরে অপরাধ দমন করতেই এঁদের নামানো হয়েছে।” তিনি আরও বলেন যে, অনেক ক্ষেত্রেই ইভটিজিং বা শ্লীলতাহানির ঘটনা ঘটলে মহিলারা পুরুষ পুলিশকর্মীর কাছে খোলাখুলি সব বলতে পারেন না। এক্ষেত্রে, এঁদের স্বচ্ছন্দে সবটা জানাতে পারবেন।