রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল। মোট ৩০ জন আইপিএসকে রদবদল করা হল। বেশ কয়েকজন আইপিএসের পদোন্নতিও হয়েছে। পুলিশে রদবদলের তালিকায় নাম রয়েছে আইপিএস অজয় কুমার ঠাকুর, আইপিএস অপরাজিতা রাই, আইপিএস নীলাঞ্জন বিশ্বাস, আইপিএস পারিজাত বিশ্বাস-সহ আরও অনেকের নাম। একনজরে জেনে নিন কোন আইপিএসকে কোথায় বদলি করা হল।
পুলিশে রদবদল
আরও পড়ুন: বাবা-মায়ের সঙ্গে গেলেই রেস্তোরাঁয় ২০% ছাড়!
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জোন ওয়ানে যুগ্ম আধিকারিক পদে কর্মরত ছিলেন আইপিএস অজয় কুমার ঠাকুর। তাঁকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নর্থ জোনে যুগ্ম আধিকারিক পদে বদলি করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের সাউথ ডিভিশনের ডিসি জবি থমাস কে-কে ওই কমিশনারেটের সেন্ট্রাল জোনে পাঠানো হয়েছে। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) বিশপ সরকারকে চন্দননগর পুলিশ কমিশনরাটের ডিসি পদে পাঠানো হয়েছে। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস ধৃতিমান সরকারকে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক পদে বদলি করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীণ প্রকাশকে এসপি এসটিএফ উত্তরবঙ্গে পাঠানো হয়েছে।
পুলিশে রদবদল
আরও পড়ুন: ‘জামাই আমার সঙ্গে ঝগড়া করে’, কবুল সূর্যকান্ত মিশ্রের
পুলিশে রদবদল
রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশেও রদবদল করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসি পদ থেকে আইপিএস অপরাজিতা রাইকে ডিসি এসটিএফ পদে বদলি করা হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্সের ডিসি প্রদীপ কুমার যাদবকে ডিসি এসএসডি পদে পাঠানো হয়েছে। ডিসি এসএসডি সুদীপ সরকারকে ডিসি ডিডি স্পেশাল পদে পাঠানো হয়েছে। ডিসি সাউথ-ওয়েস্ট ডিভিশনে অপরিবর্তিত রাখা হয়েছে আইপিএস নীলাঞ্জন বিশ্বাসকে।