Advertisment

পার্ক স্ট্রিটে 'চড়'কাণ্ডে 'মিটমাটের' প্রস্তাব পুলিশের?

''বৃহস্পতিবার ডিসি সাউথের সঙ্গে কথা হয়েছিল। উনি মিটমাট করার প্রস্তাব দিয়েছিলেন। তবে আমি রাজি হইনি। কারণ আমি কোনও ভুল করিনি। ভুল করলে মিটমাট করব।’’

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata police, কলকাতা পুলিশ

পার্ক স্ট্রিটে মহিলাকে চড় মারার অভিযোগে ট্র্যাফিক পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের। প্রতীকী ছবি।

এ যেন সিএমআরআই হাসপাতালে পুলিশের হাতে জুনিয়র ডাক্তারের 'নিগ্রহের' ঘটনার পুনরাবৃত্তি। কয়েকমাস আগে ঢাকুরিয়ার ওই হাসপাতালে এক জুনিয়র ডাক্তারকে চড় মারার অভিযোগ ওঠে যাদবপুর থানার ওসির বিরুদ্ধে। যে ঘটনার ক্লাইম্যাক্স ছিল 'মধুরেণ সমাপয়েৎ'। জুনিয়র ডাক্তার ও ওসির 'বন্ধুত্বপূর্ণ মিটমাট' করিয়েছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ মহল। পার্ক স্ট্রিটে মহিলাকে পুলিশের 'চড়' মারার ঘটনাতেও সেই 'মিটমাট'-এর পথই বেছে নিল পুলিশমহল। এমনই দাবি করেছেন অভিযোগকারিণী। যদিও মহিলার এহেন দাবি উড়িয়ে দিয়েছেন এক পুলিশকর্তা।

Advertisment

এ প্রসঙ্গে ওই মহিলা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, ''বৃহস্পতিবার ডিসি সাউথের সঙ্গে কথা হয়েছিল। উনি মিটমাট করার প্রস্তাব দিয়েছিলেন। তবে আমি রাজি হইনি। কারণ আমি কোনও ভুল করিনি। ভুল করলে মিটমাট করব। আমায় বলা হয়েছিল, উনি (অভিযুক্ত) যদি ক্ষমা চান, তাহলে কি আপনি এখানে শেষ করবেন? কিন্তু আমার মনে হয়, ওঁকে ক্ষমা করার পক্ষে আমার আঘাতটা খুব বেশি।'' মহিলার এহেন দাবি উড়িয়ে ডিসি সাউথ মিরাজ খালিদ বলেন, ''মিটমাট করার প্রস্তাব দিইনি। উনি যা বলার বলছেন। এ নিয়ে কিছু বলব না।''

আরও পড়ুন: পার্ক স্ট্রিটে পুলিশকে ‘টাচ’ করায় জুটল ‘চড়’!

অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত ট্র্যাফিক পুলিশকর্মীর বিরুদ্ধে অবশেষে এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে অভিযোগকারিণী বলেন, ''আমি প্রথম থেকেই এফআইআর করতে চেয়েছিলাম। আজ আমায় পার্ক স্ট্রিট থানায় ডাকা হয়েছিল। আমায় এফআইআরের কপি দেওয়া হয়।''

অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে? জবাবে ডিসি সাউথ বলেন, ''গোটা ঘটনার তদন্ত চলছে, খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ।''

উল্লেখ্য, বুধবার সন্ধেয় পার্ক স্ট্রিটে কর্তব্যরত অবস্থায় এক ট্র্যাফিক পুলিশকর্মীকে 'টাচ' করায় এক মহিলাকে সেই উর্দিধারী সপাটে চড় মারেন বলে অভিযোগ উঠেছে। যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে, ওই মহিলা পুলিশকর্মীর জ্যাকেট ধরে টানেন বলে পাল্টা দাবি পুলিশের একাংশের। পুলিশকর্মীর হাতে থাকা ওয়াকি-টকি ভুলবশত মহিলার গালে লেগে যায় বলে দাবি করেছেন তাঁরা। যদিও পুলিশের এমন দাবি অস্বীকার করেছেন ওই মহিলা।

kolkata police kolkata news kolkata traffic police
Advertisment