/indian-express-bangla/media/media_files/2025/04/30/S6MTzqk8UzMblBgGHbuV.jpg)
Kolkata Weather News Today: জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা
Kolkata weather Today 25 June 2025: সপ্তাহভর তুমুল দুর্যোগের সম্ভাবনা, দিনভর বৃষ্টি কোন কোন জেলায়? ২৫ জুন পর্যন্ত জারি ইয়েলো অ্যালার্ট, জানুন আবহাওয়া দফতরের লেটেস্ট ওয়েদার আপডেট।
কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ২৪ থেকে ৩০ জুন পর্যন্ত শহরে প্রতিদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ২৫ জুন পর্যন্ত ইয়েলো অ্যালার্ট জারি করেছে আইএমডি। পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও যেসব জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান।
'বাংলা ভাষায় কথা বলা অপরাধ?' রাজস্থানে বাংলার ৩০০ বাঙালি পরিযায়ী শ্রমিককে আটকের ঘটনায় 'বিস্ফোরক' মুখ্যমন্ত্রী
প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস (IMD Weather Forcast):
- ২৫ জুন: আকাশ মূলত মেঘলা thakobe। মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা।
- ২৬ জুন: বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা থাকবে ৩৪°C এর আশেপাশে।
- ২৭ জুন: সারাদিন থাকবে মেঘলা আকাশ ও মাঝারি বৃষ্টি। বড় কোনও সতর্কতা নেই।
- ২৮ জুন: ফের বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা কমে দাঁড়াবে ৩৩°C।
- ২৯ জুন: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।
- ৩০ জুন: আবহাওয়ার অপরিবর্তিত থাকবে। তাপমাত্রা থাকবে ৩৩°C, আকাশ থাকবে মেঘলা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী রবিবার অর্থাৎ ২৯ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী বৃহস্পতিবার ও শুক্রবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধ এবং বৃহস্পতিবার সমুদ্রে ব্যাপক ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। সমুদ্র উত্তাল হতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের ওই দু'দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
শহর কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কলকাতা শহরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন মোটের উপর কলকাতা শহরের তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ হেরফের হবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
উত্তরবঙ্গে আজও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। এই পর্বে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।