/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/Rain-pic-759-new.jpg)
বুধে কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস।প্রতীকী ছবি।
চাতক পাখির কাকুতিমিনতিতে অবশেষে মুখ ফিরে তাকাচ্ছে বৃষ্টি। অবশেষে গা জ্বালানি গরমে ঠান্ডা জল ঢালতে কলকাতায় আসছে বৃষ্টি। হ্যাঁ, হাঁসফাঁস গরমে শহরবাসীকে স্বস্তি দিতে আগামী সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সোম, মঙ্গল ও বুধবারের মধ্যে যে কোনও দু’দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। অন্যদিকে, কলকাতায় সোম-মঙ্গল-বুধে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রবিবারই পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: গরমে কাহিল বাংলা, ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা
এ প্রসঙ্গে, আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, ‘‘সোম, মঙ্গল ও বুধবারের মধ্যে যে কোনও দু’দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি হতে পারে’’। প্রসঙ্গত, গত সপ্তাহে ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব কাটতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দাপট দেখাতে শুরু করে গরম। এক ধাক্কায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছে যায়। গত সোমবারই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছোঁয় ৩৭.৯ ডিগ্রিতে। যা কলকাতায় এ মরশুমের উষ্ণতম দিন ছিল।
অন্যদিকে, গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি ছিল। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে গরমে আরও কাহিল হয়েছে বঙ্গবাসী। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ, ন্যূনতম ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।