চাতক পাখির কাকুতিমিনতিতে অবশেষে মুখ ফিরে তাকাচ্ছে বৃষ্টি। অবশেষে গা জ্বালানি গরমে ঠান্ডা জল ঢালতে কলকাতায় আসছে বৃষ্টি। হ্যাঁ, হাঁসফাঁস গরমে শহরবাসীকে স্বস্তি দিতে আগামী সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সোম, মঙ্গল ও বুধবারের মধ্যে যে কোনও দু’দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। অন্যদিকে, কলকাতায় সোম-মঙ্গল-বুধে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রবিবারই পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: গরমে কাহিল বাংলা, ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা
এ প্রসঙ্গে, আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, ‘‘সোম, মঙ্গল ও বুধবারের মধ্যে যে কোনও দু’দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টি হতে পারে’’। প্রসঙ্গত, গত সপ্তাহে ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাব কাটতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দাপট দেখাতে শুরু করে গরম। এক ধাক্কায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছে পৌঁছে যায়। গত সোমবারই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছোঁয় ৩৭.৯ ডিগ্রিতে। যা কলকাতায় এ মরশুমের উষ্ণতম দিন ছিল।
অন্যদিকে, গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি ছিল। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে গরমে আরও কাহিল হয়েছে বঙ্গবাসী। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ, ন্যূনতম ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।