গরম থেকে রেহাই, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ওই এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। কলকাতায় হাওয়ার বেগ হতে ঘণ্টায় ৪০-৫০ কিমি। বৃষ্টির জেরে কিছুটা কমবে কলকাতার তাপমাত্রা।
অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও এদিন বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: গরম থেকে স্বস্তি, কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস
গত সোমবার সন্ধের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী হয়। কলকাতায় সেদিন রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ কালবৈশাখী হয়। ঘণ্টায় ৫৭ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয় শহরে। কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও ঝড়-বৃষ্টি হয়। কালবৈশাখীর জেরে স্বাভাবিকভাবেই খানিকটা নামে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ। গত কয়েকদিনের গা জ্বালানি গরম থেকে অনেকটাই রেহাই পান শহরবাসী। তবে বৃষ্টি হলেও কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ, ন্যূনতম ৫৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০০০.৩ মিমি।