ক’দিন আগে বৃষ্টির মুখ দেখলেও, আবারও উধাও হয়ে গিয়েছে বারিধারা। গরমে হিমশিম শহরবাসী তাই এখন ফের বৃষ্টির আশায় বসে রয়েছে। কলকাতায় বৃষ্টির এখনও কোনও পূর্বাভাস জারি না করলেও তিন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি।
আগামী দু-তিন ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারেও বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন বিদ্যাসাগরের মূর্তি, মিউজিয়াম গড়বে রাজ্য সরকার: পার্থ চট্টোপাধ্যায়
কোচবিহারের পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু-তিন ঘন্টার মধ্যে ওই দু’ জেলাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি, সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ, ন্যূনতম ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।