ক্যালেন্ডারে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে ডিসেম্বর। কিন্তু সেই ডিসেম্বরে যেন কিছু একটা নেই। সোয়েটার-টুপি-জ্যাকেট শোভা পাচ্ছে আলমারিতেই, গায়ে চড়াতে পারছেন না শহরবাসী। কারণ ডিসেম্বরের সেই চেনা শীতের আমেজ উধাও। গত সপ্তাহে কয়েকদিন এ শহরে শীতের কনকনে ভাব টের পাওয়া গেলেও, তা স্থায়ী হল না। লাফিয়ে লাফিয়ে পারদ চড়ল। যার জেরে আপাতত এ শহরের শীতকালে ‘শীত’ কেড়ে নিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। শুধু তাই নয়, মাঝ ডিসেম্বরে বৃষ্টিতেও ভিজতে পারে কলকাতা, তেমনটাই বলছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে নিম্মচাপ ঘনীভূত হয়েছে। যে নিম্নচাপই এ শহরে শীতের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, ‘' আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছে থাকবে। নিম্নচাপের জেরে আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। তবে রবিবার একটু তাপমাত্রা কমবে।’’
আরও পড়ুন, পারদ পতন! শীতে কাবু কলকাতা
তাহলে শীতের আমেজ কবে ফিরে পাবে শহরবাসী? জবাবে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা বললেন, ‘‘বৃষ্টির পর তাপমাত্রা ফের নামবে।’’ উল্লেখ্য, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ, ন্যূনতম ৪১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
প্রসঙ্গত, গত রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। সেদিন মরশুমের শীতলতম দিনের আমেজ পেয়েছিলেন শহরবাসী।