ফাল্গুনে যেন আষাঢ়ের ছবি কলকাতায়। গত কয়েকদিন ধরেই কলকাতার আকাশের মুখভার। সোম ও মঙ্গলবারের মতো বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারায় বৃষ্টি শহরে।বুধবার দুপুরে কলকাতায় তুমুল বৃষ্টি হয়েছে, সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ৩টে ৫৫ মিনিট নাগাদ ঘণ্টায় ৪৬ কিমি বেগে বয়েছে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার সন্ধের পর থেকে ‘ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ’।
আরও পড়ুন, আজও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের ডিরেক্টর জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, ‘‘দুপুরে ভারী বৃষ্টি হয়েছে কলকাতায়। আজ বৃষ্টি চলবে। কাল সকালেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সন্ধের পর থেকে আকাশ পরিষ্কার হবে।’’
কলকাতার পাশাপাশি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হয়েছে। এদিন উত্তর ও দক্ষিণবঙ্গের দুই জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। সন্ধের পর মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
আরও পড়ুন, সার্জিকাল স্ট্রাইকে নিরুত্তাপ নিহত জওয়ান বাবলু সাঁতরার স্ত্রী, প্রশ্নের মুখে মোদী সরকার
অন্যদিকে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে নেমেছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নীচে। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ, ন্যূনতম ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০৫৫.২ মিমি।