ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলল। কলকাতার বিভিন্ন এলাকায় শুরু বৃষ্টি। বেহালা, ঠাকুরপুকুরে বৃষ্টি শুরু হয়েছে। মধ্য কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: তৃণমূল নেতাকে ‘গুলি করে খুন’, প্রতিবাদে কাল ব্যান্ডেল বনধ
উল্লেখ্য, এ বছর স্বাভাবিক সময়ের পরে এ রাজ্যে বর্ষা ঢুকেছে। কিন্তু বাংলায় পা রাখার পরই দুর্বল হয়ে পড়েছে বর্ষা। যার জেরে এখনও পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হয়নি এ রাজ্যে। এদিকে, গরমের দাপটে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকায় হিমশিম খেয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এদিন বৃষ্টি হলে সেই পরিস্থিতি বদলায় কিনা সেটাই দেখার। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: অশান্ত মঙ্গলকোট, তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলি-বোমাবাজি
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ, ন্যূনতম ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০.৩ মিমি।