ডিসেম্বরের সকালে আকাশের মুখভার। কুয়াশার দেখা নেই। তার বদলে আকাশে ভাসছে কালো মেঘ। কোথাও কোথাও মাঝেমধ্যেই পড়ছে টিপ টিপ বৃষ্টি। এমন পরিস্থিতির জন্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপকেই দায়ী করেছে আবহাওয়া দফতর। যে নিম্নচাপের জেরে আগামীকাল ও মঙ্গলবার কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘ফেতাই’। সেই ‘ফেতাই’-এর দাপট থেকে অবশ্য এ রাজ্য রেহাই পেলেও ছাড় পাবে না অন্ধ্র উপকূল।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ফেতাইয়ের জেরে এ রাজ্যে শুধুমাত্র বৃষ্টি হতে পারে। এর বেশি খুব একটা প্রভাব পড়বে না। অর্থাৎ ঝড়ের তাণ্ডব থেকে বাঁচল এ রাজ্য। তবে তা সোমবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে। এদিকে নিম্নচাপের জেরে সোম ও মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন, শীতের পথে কাঁটা নিম্নচাপ! বৃষ্টির পূর্বাভাস
এদিকে, নিম্নচাপের গেরোয় এ শহরে মাঝ ডিসেম্বরে শীত উধাও। এদিনও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়ল। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ, ন্যূনতম ৩৩ শতাংশ। নিম্নচাপের প্রভাব কাটলেই ফের শহরে শীতের আমেজ ফিরবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা।