Advertisment

ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, রবিবার থেকে আবহাওয়ায় বড় বদলের পূর্বাভাস

টানা বৃষ্টির জেরে রবিবার থেকে শহরের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Weather Report 27 November 2023

ফের একবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা।

শনিবার বেলা বাড়তেই ঝমঝমিয়ে বৃষ্টি হয় কলকাতায়। ছিল বিদ্যুতের প্রবল ঝলকানি। তিলোত্তমার বেশ কয়েকটি জায়গায় ঘনঘন বাজ পড়ে। বাজ পড়ে কলকাতার রিজেন্ট পার্কের আনন্দপল্লি এলাকায় মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম কৌশিক কর (২৪ বছর)। ভাদ্রের প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থান শহরবাসীর। চরম অস্বস্তির পরিস্থিতি। এই অবস্থায় খানিক স্বস্তির আশায় বাড়ির ছাদে ভিজতে উঠেছিলেন তিনি কলেজ পড়ুয়া কৌশিক। তখনই বাজ পড়ে। অচৈতন্য হয়ে পড়েন যুবক। তাঁকে প্রায় সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisment

ঘূর্ণাবর্তের জেরে শনিবার পর্যন্ত কলকাতা সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ছিল বজ্রপাতের সম্ভাবনাও। গত কয়েকদিন ধরেই শহরে বিভিন্ন সময় হালকা, মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। শনিবার বেলা বাড়তেই কলকাতায় আকাশের মুখ ভার হয়ে যায়। এরপর দুপুর ১২টা নাগাদ প্রবল বৃষ্টি শুরু হয় কলকাতায়। যা চলে প্রায় একঘন্টা।

টানা বৃষ্টির জেরে রবিবার থেকে শহরের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আগামী মঙ্গলবার নিম্নচাপ পরিণত হতে পারে। বযার দরুন আবহাওয়ায় বদল ঘটবে।

Rainfall in Kolkata weather today rain weather Weather Forecast
Advertisment