Advertisment

কলকাতায় কালবৈশাখীর তাণ্ডব, ৬৮ কিমি বেগে ঝড়

শুক্রবার বিকেল ৫টা ২০ নাগাদ কলকাতায় ঝড়-বৃষ্টি হয়। শহরে ঘণ্টায় ৬৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata rain, কলকাতায় বৃষ্টি, কালবৈশাখী

কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টি। ছবি: শশী ঘোষ।

ফের কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়। শুক্রবার বিকেল ৫টা ২০ নাগাদ কলকাতায় মুষলধারায় ঝড়-বৃষ্টি হয়। ঘণ্টায় ৬৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১ মিনিট ধরে কলকাতায় ঘণ্টায় ৬৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। কলকাতার পাশাপাশি, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হয়েছে।

Advertisment

KOLKATA RAIN, কলকাতায় বৃষ্টি, কালবৈশাখী মহাকরণের সামনে ভেঙে পড়েছে গাছ

আরও পড়ুন, ফাল্গুনে কালবৈশাখী, ঝড়ের তাণ্ডবে এলোমেলো শহর

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, ‘‘ঘণ্টায় ৬৮ কিমি বেগে ঝড় হয়েছে। ১ মিনিট স্থায়ী হয়েছিল ঝড়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় ঝড়-বৃষ্টি হয়েছে।’’

kolkata rain, কলকাতায় বৃষ্টি, কালবৈশাখী ঘণ্টায় ৬৮ কিমি বেগে বয়েছে ঝোড়ো হাওয়া। ছবি: শশী ঘোষ

আরও পড়ুন, দুর্যোগ কাটল, আগামী ক’দিন নামবে পারদ, জানাল হাওয়া অফিস

kolkata rain, কলকাতায় বৃষ্টি, কালবৈশাখী স্ট্র্যান্ড রোডেও ভেঙে পড়েছে গাছ

kolkata rain storm সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে দুমড়ে যাওয়া গাড়ি

Kolkata rain storm বেলেঘাটায় ভেঙে পড়ল বিজ্ঞাপনের হোর্ডিং

ঝড়-বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়েছে। পার্ক স্ট্রিট, মহাকরণের কাছে গাছ ভেঙে পড়েছে বলে খবর। স্ট্র্যান্ড রোডেও ভেঙে পড়েছে গাছ। ঝড়ে বিপর্যস্ত হয়েছে রেল পরিষেবা। শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন প্রান্তে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে পড়েছে। শিয়ালদহ শাখার পাশাপাশি হাওড়া শাখাতেও বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। ডোমজুড়-আমতা শাখায় গাছ ভেঙে বিপত্তি হয়েছে। চরম দুর্ভোগে যাত্রীরা।

weather kolkata rain
Advertisment