আপাতত দুর্যোগ কাটছে না, বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।আজও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমন পূর্বাভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবারের মতো আজ সকাল থেকেও আকাশের মুখভার।
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আজ ও কাল এমনই আবহাওয়া থাকবে। অর্থাৎ বৃষ্টি চলবে।আজ ও কাল বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ২৭ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তবে ২৭ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ২৮ তারিখ দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে।’’
অন্যদিকে, মঙ্গলবার ফের বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার কলকাতায় মরশুমের প্রথম কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়ে বহু গাছ। ভোররাতে ঘণ্টায় ৪৪ কিমি বেগে ঝোড়া হাওয়া বয়েছে। হাওয়ার তীব্রতা ঠেকেছিল ঘণ্টায় ৫৬ কিমি পর্যন্ত। ঝড়ের দাপটে শহরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। বহু জায়গায় ভেঙে পড়েছে ফেস্টুন, হোর্ডিং, ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তারও। কলকাতা সংলগ্ন হাওড়াতেও বয়েছে ঝোড়ো হাওয়া। ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে কলকাতা-সহ জেলায়। সোমবার ঝড়-বৃষ্টির জেরে রাজ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভোর ৩টে ৫৫ মিনিট নাগাদ ঘণ্টায় ৪৪ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। এরপর ভোর ৪.২৫ মিনিট নাগাদ ঘণ্টায় ৫৬ কিমি বেগে বয়েছে ঝোড়ো হাওয়া। উল্লেখ্য, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বুধবার পর্যন্ত কলকাতা-সহ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী চারদিন কলকাতা সহ গোটা পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস
ঝড়ের তাণ্ডবের প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ শাখার বিভিন্ন প্রান্তে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। বহু ট্রেন দেরিতে চলায় সপ্তাহের শুরুতে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা।
অন্যদিকে, ঝড়-বৃষ্টির জেরে কলকাতায় সোমবার একধাক্কায় ৫ ডিগ্রি নামল সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ, ন্যূনতম ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০১৮.৮ মিলিমিটার।
আগামী দু দিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গল ও বুধবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।