Advertisment

অবশেষে সদয় বরুণ দেব, ঝেঁপে বৃষ্টি কলকাতায়

তিলোত্তমায় স্বস্তির বৃষ্টি।

author-image
IE Bangla Web Desk
New Update
chances of heavy rainfall in sevarel district of west bengal

কলকাতায় বৃষ্টি। ছবি- শশী ঘোষ

শেষমেষ স্বস্তির বৃষ্টি কলকাতায়। সকাল থেকেই এদিন মেঘলা ছিল তিলোত্তমার আকাশ। বরুণদেব কখন সদয় হন তারই অপেক্ষা ছিল। অবশেষে বিকেল ৩.১০ নাগাদ মুষুল ধারে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়।

Advertisment

বৃহস্পতিবারই দেশে বর্ষায় আগমন হয়েছে। কেরলে ঢুকেছে বর্ষা। এই অবস্থায় কবে বাংলায় আসবে বর্ষা? এই প্রশ্নই বারে বারে তুলেছেন প্রচণ্ড গরমে কাহিল মানুষ। অবেশেষে বৃষ্টি এল। খানিকটা স্বস্তি পেলেন শহরবাসী।

ভ্যাপসা গরমে জেরবার পরিস্থিতি। জ্বালাপোড়া গরমে নাভিশ্বাস উঠছে রাজ্যের একটা বড় অংশের বাসিন্দাদের। অবশেষে স্বস্তির বার্তা হাওয়া অফিসের। সব কিছু ঠিকঠাক থাকলে আগামিকাল অর্থাৎ ১০ জুন থেকেই আবহাওয়ায় বদল আসবে। ১২ তারিখ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। তবে মালদহ এবং দুই দিনাজপুরে আগামিকাল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশে দিন কয়েক দেরি হবে।

আরও পড়ুন- ভ্যাপসা গরমে সেদ্ধ শরীর! কবে-কখন ঢুকছে বর্ষা? সাতসকালে রইল মারকাটারি আপডেট!

এদিনের বৃষ্টি কী প্রাক বর্ষার ইঙ্গিত? হাওয়া অফিস জানিয়েছে, গরম থেকে এখনই রেহাই মিলছে না দক্ষিণবঙ্গবাসীর। আগামী কয়েক দিনও দক্ষিণের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানের বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।। যদিও উত্তরবঙ্গের জন্য স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরে বর্ষার ঢোকার অনুকূল পরিস্থিতি প্রায় তৈরি হয়েগিয়েছে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

kolkata news rain kolkata Rainfall in Kolkata West Bengal Weather Forecast
Advertisment