সপ্তাহের প্রথমদিনের আকাশের চেহারায় যেন শুধুই আলসেমি। ভোরে শীত শীত ভাব, রোদের দেখা নেই। বরং মেঘের ভেলায় ভাসছে হেমন্তের আকাশ। মাধেমধ্যে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। এমনই আবহাওয়ার হাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায়। গত সপ্তাহেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল যে এ সপ্তাহের গোড়ার দু দিন রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই পূর্বাভাস মেনেই কলকাতাসহ জেলাগুলির আকাশের এই চেহারা। এদিন সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কয়েকদফায় ঝিরঝির করে বৃষ্টিও পড়েছে।
তবে এই বৃষ্টির জেরে যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, তা আগেভাগেই জানিয়েছিল হাওয়া অফিস। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের এক কর্তা জানিয়েছিলেন, ‘‘সর্বোচ্চ তাপমাত্রা খানিকটা কমলেও সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, বরং খানিকটা বাড়বে।’’ মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে।
আরও পড়ুন, এখনই শীত নয়, সোম-মঙ্গল রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ ও কাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস জারি রেখেছে হাওয়া অফিস। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পাশাপাশি, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে, নিম্নচাপের জেরে বৃষ্টির ফলে এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।