Advertisment

Liquor Selling in Kolkata: অতীতের সব ইতিহাস ধুয়ে মুছে সাফ! মদ বিক্রিতে রেকর্ড লক্ষ্মীলাভ রাজ্যে

Liquor Selling in Kolkata: ফেস্টিভ মুডে বাংলা। জানুয়ারি মাস মানেই,পরিবারের সাথে ঘোরা-ফেরা, পিকনিক। চিড়িয়াখানা থেকে ইকোপার্ক, ভিক্টোরিয়া থেকে নিকোপার্ক সর্বত্রই ভিড় উপচে পড়ছে। ফেস্টিভ মুডের মাঝেই মদ বিক্রিতে অতীতের সব ইতিহাস ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata gulped liquor worth Rs 137 crore during Christmas, New Year's Eve

বড়দিন,বর্ষবরণে মদ বিক্রিতে রেকর্ড লক্ষ্মীলাভ রাজ্যের। Photograph: (ফাইল চিত্র)

Liquor Selling in Kolkata: বড়দিন,বর্ষবরণে মদ বিক্রিতে রেকর্ড লক্ষ্মীলাভ রাজ্যের। মাত্র আট দিনে রাজ্যে মদ বিক্রির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে। 

Advertisment

ফেস্টিভ মুডে বাংলা। জানুয়ারি মাস মানেই,পরিবারের সাথে ঘোরা-ফেরা, পিকনিক। চিড়িয়াখানা থেকে ইকোপার্ক, ভিক্টোরিয়া থেকে নিকোপার্ক সর্বত্রই ভিড় উপচে পড়ছে। ফেস্টিভ মুডের মাঝেই মদ বিক্রিতে অতীতের সব ইতিহাস ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। 

ক্রিসমাস এবং বর্ষবরণ  সেলিব্রেশনে রাজ্যে ১৩৭ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এই পরিমাণ প্রায় ২৪ শতাংশ বেশি।  আনন্দের শহর কলকাতা! বড়দিন  নববর্ষ উদযাপনে মদ বিক্রিতে রেকর্ড গড়ল রাজ্য। মদ বিক্রিতে  রাজ্যের ভাঁড়ারে ১৩৭ কোটি টাকা।

Advertisment

আবগারি বিভাগের সূত্রে জানা গিয়েছে, ২৪ ডিসেম্বর থেকে ৩১  ডিসেম্বর পর্যন্ত মাত্র আট দিনের মধ্যে ১৩৭ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা গত বছরের ইতিহাসকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ২০২৩ সালের তুলনায় মদ বিক্রিতে রাজ্যের আয় ২৪ শতাংশ বেড়েছে। 

আবগারি দফতরের অধীনে কলকাতায় চারটি বিভাগীয় জেলা রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আলিপুর এবং বিধাননগর। এর মধ্যে, আলিপুর সর্বাধিক মদ  মোট ৪২ কোটি টাকার মদ বিক্রি করেছে। উত্তর কলকাতা দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে মাত্র আট দিনে ৩৫.৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। কলকাতা দক্ষিণ রয়েছে তৃতীয় স্থানে। বিধাননগর রয়েছে চতুর্থ স্থানে।  

 

Liquor kolkata
Advertisment