New Update
Liquor Selling in Kolkata: অতীতের সব ইতিহাস ধুয়ে মুছে সাফ! মদ বিক্রিতে রেকর্ড লক্ষ্মীলাভ রাজ্যে
Liquor Selling in Kolkata: ফেস্টিভ মুডে বাংলা। জানুয়ারি মাস মানেই,পরিবারের সাথে ঘোরা-ফেরা, পিকনিক। চিড়িয়াখানা থেকে ইকোপার্ক, ভিক্টোরিয়া থেকে নিকোপার্ক সর্বত্রই ভিড় উপচে পড়ছে। ফেস্টিভ মুডের মাঝেই মদ বিক্রিতে অতীতের সব ইতিহাস ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে।
Advertisment