Advertisment

Kolkata Heatwave Record: আগুন-গরমে ফুটছে কলকাতা, আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে পরিস্থিতি! বৃষ্টির দিনক্ষণ জানুন

IMD Weather Forecast Update: একটানা তাপপ্রবাহ চলছে রাজ্যের অধিকাংশ জেলায়। গোটা দক্ষিণবঙ্গ কার্যত পুড়ছে দহন জ্বালায়। উত্তরবঙ্গের পাহাড়ি দুই জেলা দার্জিলিং এবং কালিম্পং বাদ দিলে বাকি জেলাগুলিতে প্রবল গরমে অস্বস্তি তুঙ্গে উঠেছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। এবার আবহাওয়া দফতর জানিয়ে দিল, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের এখনই আশা নেই। বরং আগামী আরও বেশ কয়েকদিন তাপপ্রবাহ চলবে বাংলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update/Heat Wave

IMD Weather Forecast Update: আগুন গরমে যেন ফুটছে কলকাতা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Kolkata Weather Record Hot: সাংঘাতিক পরিস্থিতি বাংলার বিস্তীর্ণ প্রান্তে। আগামী কয়েকদিনে আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে পরিস্থিতি। আপাতত তাপপ্রবাহের (Heat Wave) হাত থেকে মুক্তি নেই বাংলার। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী শনিবার অর্থাৎ, ৪ মে পর্যন্ত রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহের দাপট চলবে। দিনের তাপমাত্রা তো বাড়বেই, বেশ কয়েকটি জেলায় এবার রাতের দিকের তাপমাত্রা আরও বেড়ে গিয়ে দুর্ভোগের চরম পরিস্থিতি তৈরি করবে।

Advertisment

একটানা তাপপ্রবাহ চলছে রাজ্যের অধিকাংশ জেলায়। গোটা দক্ষিণবঙ্গ কার্যত পুড়ছে দহন জ্বালায়। উত্তরবঙ্গের পাহাড়ি দুই জেলা বাদ দিলে বাকি জেলাগুলিতে প্রবল গরমে অস্বস্তি তুঙ্গে উঠেছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে। এবার আবহাওয়া দফতর জানিয়ে দিল, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের এখনই আশা নেই। বরং আগামী আরও বেশ কয়েকদিন তাপপ্রবাহ চলবে বাংলায়।

মঙ্গল ও বুধবার রাজ্যের পশ্চিমাঞ্চলের সব জেলায় জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দুই বর্ধমানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে তীব্র তাপপ্রবাহের গ্রাসে পড়তে পারে মুর্শিদাবাদ জেলাও। বৃহস্পতিবারেও ওই জেলাগুলিতে তাপপ্রবাহের দাপট চলবে। এছাড়াও জ্বালাপোড়া গরমে পুড়ে ছারখার হবে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাও।

১৯৮০ সালের পর আজ ৩০ এপ্রিল রেকর্ড গরম কলকাতায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলিতেও তাপমাত্রার পারদ আরও চড়েছে। আজ পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি, বহরমপুরের তাপমাত্রা ৪৪ ডিগ্রি, শান্তিনিকেতন ৪৩ ডিগ্রি ও বাঁকুড়া জেলার তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছেছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কোথাও ৪০ কোথাও তারও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন- Summer Destination: গরমের ছুটিতে বেড়ানোর সেরা ঠিকানা! হৃদয় জুড়োবে উত্তরবঙ্গের অসাধারণ এই পাহাড়ি গ্রাম

জ্বালাপোড়া গরমের হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গেরও। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহারে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে।

জ্বালা জুড়োতে বৃষ্টি কবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত শনিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র গরম বাড়বে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার অর্থাৎ ৫ মে রাজ্যের উপকূলবর্তী জেলা-সহ ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Agnimitra Paul: এমনটা যে হতে পারে কল্পনাও করেননি অগ্নিমিত্রা! প্রচারে সাংঘাতিক অভিজ্ঞতা BJP প্রার্থীর

Heat Wave Kolkata Weather Weather Report
Advertisment