Advertisment

'বিধায়করা চুপ কেন', নিয়োগের দাবিতে এবার MLA হস্টেলের গেটে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার

মহিলা বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
SLST Job Seekers

কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভে বসেন SLST চাকরিপ্রার্থীরা।

নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ এবার পৌঁছে গেল বিধায়ক আবাসের গেটে। এর আগে বিধানসভার সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। এবার কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভে বসেন SLST চাকরিপ্রার্থীরা।

Advertisment

বিক্ষোভের জেরে বিধানসভায় যাওয়ার পথে আটকে পড়েন বিধায়করা। 'বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে অযোগ্য প্রার্থীদের নিয়ে। অথচ যোগ্য প্রার্থীদের নিয়োগ নিয়ে বিধানসভায় চুপ বিধায়করা। আজই বিধানসভায় নিয়োগের কথা তুলতে হবে', এই দাবিতে এমএলএ হস্টেলের গেটের সামনে বসে পড়েন SLST চাকরিপ্রার্থীরা।

বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয়ে যায় তাঁদের। মহিলা বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় পুলিশ। মেয়ো রোডের ধআরে গান্ধী মূর্তির নিচে নবম থেকে দ্বাদশের ২০১৬ সালের এসএলএসটি প্রার্থীরা ধরনা দিচ্ছেন ৮৭১ দিন ধরে। তাঁদের নিয়োগ নিয়ে বিধায়করা চুপ কেন, প্রশ্ন তুলে এদিন কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ দেখান SLST চাকরিপ্রার্থীরা। 'বিধায়করা প্রতিশ্রুতি দিক আমাদের হয়ে নিয়োগের কথা বলবেন', এই দাবিতে বুধবার সকাল ১০টা নাগাদ কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলের সামনে জমায়েত শুরু করেন SLST চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন তৃণমূলের অফিসেই দুর্নীতির আখড়া চালাতেন ‘কালীঘাটের কাকু’, চার্জশিটে শোরগোল ফেলা দাবি ইডি-র

তাঁদের অবস্থান-বিক্ষোভের জেরে এমএলএ হস্টেলের গেট সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে চলে আসে পুলিশ। তাঁরা বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে। কিন্তু, নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা সেখান থেকে সরতে চাননি। সেই সময় তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্য়ানে তোলা হয় পুলিশের তরফে। বিক্ষোভকারীদের মধ্যে একজনকে সেই সময় বিধায়কদের হস্টেলের গেটে মাথা ঠুকতে দেখা যায়। 'আমরা নিয়োগ চাই', এই দাবি তুলে কেঁদেও ফেলেন বিক্ষোভকারীরা। রাস্তাতেই শুয়ে পড়েন।

পুলিশ টেনে-হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করলে ক্ষোভপ্রকাশ করেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। তিনি পুলিশের উদ্দেশে বলেন, 'টানা-হেঁচড়া করবেন না। এদের গণতান্ত্রিক অধিকার আছে। এরা আমাদের বাড়ির মেয়ে। এরা পশ্চিমবঙ্গের মেয়ে। অনুরোধ করে তুলুন। এদের দাবি মিটিয়ে তুলুন।'

West Bengal Recruitment Scam
Advertisment