Advertisment

চড়ছে পারদ, দাবদাহে দগ্ধ হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আরও গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Today, Weather Forecast at Kolkata

আগামী দুদিন শহরে বাড়বে তাপমাত্রা, জানাল হাওয়া অফিস। প্রতীকী ছবি।

একদিকে ভোটের উত্তাপ, তারপর আবার হু হু করে চড়ছে পারদ। সবমিলিয়ে গরমে এই মুহূর্তে প্রাণ ওষ্ঠাগত বাংলার। ‘ফণী’ যেতেই স্বমহিমায় কলকাতা-সহ বঙ্গে দাপট দেখাতে শুরু করেছে গরম। ভোরের আলো ফুটতে না ফুটতেই সূয্যি মামার প্রখর তেজে হাঁসফাঁস করছেন শহরবাসী। বেলা বাড়লে যেন সেই অস্বস্তি মাথাচাড়া দিচ্ছে। গত সোমবারই একধাক্কায় কলকাতার পারদ লাফিয়ে প্রায় ৩৮ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছিল। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে এ মরশুমের উষ্ণতম দিনের রেকর্ড গড়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই রেশ আপাতত থাকছে। অর্থাৎ, চাঁদিফাটা রোদে পুড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।

Advertisment

গরমে নাজেহাল অবস্থা কলকাতার। বৃষ্টি কবে হবে? চাতক পাখির মতো শহরবাসীর এই প্রশ্নের জবাবে কোনও স্বস্তির বার্তা দিতে পারেনি হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে। শুধু তাই নয়, আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির কাছে। কোনও কোনও দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া দফতরের কর্তারা। গরমের সঙ্গে পাল্লা দিয়ে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আরও পড়ুন: গরমের দাপট বাড়বে এই বছর, জানাল আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ, ন্যূনতম ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

কলকাতার পাশাপাশি গরমে হিমশিম বাংলার বিভিন্ন জেলাও। আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে, পুরুলিয়ায় পারদ ছুঁয়েছে ৩৯.৭ ডিগ্রিতে।

weather kolkata news Weather Report summer
Advertisment