Westher Update News: দমদম, সল্টলেকের পর কলকাতার তাপমাত্রা পারদও ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁল। শুক্রবার বেলা আড়াইটে নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। গত ২৪ ঘন্টায় তিলোত্তমার তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে।
এ দিন দুপুর পর্যন্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ার। বাংলার পশ্চিমের জেলার তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এ ছাড়া, শ্রীনিকেতনে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। ক্যানিং ও দমদমে উষ্ণতার পরিমান যথাক্রমে ৪০ ও ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিনও সল্টলেকে পারদ ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে।
আরও পড়ুন- Calcutta High Court: গরমে কিছুটা স্বস্তি আইনজীবীদের, কী সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির?
রাজ্যের বেশিরভাগ জেলেতেই দাবদাহ চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গজুড়ে এই তাপপ্রবাহ জারি থাকবে। তবে আগামী সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এই জেলাগুলি ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও মঙ্গলবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি।
এতে অবশ্য গরম কমবে না বলেই জানিয়েছে হাওয়া ইফিস।