Advertisment

Kolkata TMC News: খাস কলকাতায় তৃণমূলের নজিরবিহীন কোন্দল, মাটিতে ফেলে বেধড়ক মার, রক্তাক্ত কাউন্সিলার

কাউন্সিলারের অভিযোগকে কেন্দ্র করে ফের সামনে এল শাসক দলের গোষ্ঠীকোন্দলের বেআব্রু ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
Trinamool Congress Bengali news, Trinamool Congress, BJP, Kolkata, Trinamool news, Trinamool victory in Lok Sabha polls, তৃণমূল কংগ্রেসের বাংলা খবর, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কলকাতা, তৃণমূলের খবর, লোকসভা ভোটে তৃণমূলের জয়,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

কাউন্সিলারের অভিযোগকে কেন্দ্র করে ফের সামনে এল শাসক দলের গোষ্ঠীকোন্দলের বেআব্রু ছবি

Kolkata TMC News: প্রকাশ্যে শাসকদলের নজিরবিহীন কোন্দল। কসবার পর এবার পাটুলি। শহরের ১১০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারকে বেধড়ক মারধরের অভিযোগ দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

Advertisment

তৃণমূল কাউন্সিলার স্বরাজ মণ্ডলের অভিযোগ, রাত ৯টার সময় তিনি যখন নিজের দলীয় কার্যালয়ে প্রবেশ করতে যাচ্ছিলেন সেই সময় দলের কয়েকজনের সঙ্গে তাঁর বচসা হয়। এরপর তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন দলেরই কর্মীরা। আর কাউন্সিলারের এমন অভিযোগকে কেন্দ্র করে ফের সামনে এল শাসক দলের গোষ্ঠীকোন্দলের বেআব্রু ছবি। তাঁর আরও অভিযোগ তাঁর উপর হামলা চালিয়েছেন ১০৪ নং তৃণমূল কাউন্সিলার তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

লোকসভা ভোটের মাত্র কয়েকদিন আগেই স্বরাজ মণ্ডলকে মারধরের অভিযোগ আসে। সেবারও অভিযোগ ওঠে কাউন্সিলারের বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে। আর ভোট মিটতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ঘটনাপ্রসঙ্গে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন, আপাতত তিনি কলকাতার বাইরে। এই বিষয়টি তাঁর কাছে একেবারেই অজানা। শহরে ফিরেই তিনি এব্যাপারে খোঁজ নেবেন।

আরও পড়ুন : < Rituparna Sengupta: ED-র তলবে আজ সাড়া দেবেন ঋতুপর্ণা? CGO কমপ্লেক্সে পুলিশের বজ্র আঁটুনি >

কীভাবে ঘটনার সূত্রপাত? জানা গিয়েছে, পাটুলির মেলার মাঠে তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের কার্যালয় রয়েছে। সেখানে সপ্তাহে একদিন করে ওই এলাকার তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার এসে বসেন। বাকি দিনগুলিতে নিজের কার্যালয়ে বসেন ১১০ নং ওয়ার্ডের তৃণমূক কাউন্সিলর। স্বরাজের দাবি, ঘটনার দিন কার্যালয়ে তিনি বসতে গেলেই শুরু হয় বচসা। অভিযোগ, কয়েকজন দলীয় কর্মী স্বরাজকে বলেন যে বিধায়কের চেয়ারে বসা চলবে না। এই নিয়ে চলে বচসা। এরপর দলের কয়েকজনই তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। ঘটনার কান ফেটে গলগল করে রক্ত বেরোতে থাকে কাউন্সিলারের। ঘটনাকে কেন্দ্র করে তপ্ত এলাকার রাজনৈতিক মহল।

tmc kolkata news Mamata Banerjee Post Poll Violence Kasba PS
Advertisment