TMC Leader Arrested: এবার হাতির দাঁত পাচারের যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা। বিহারের বক্সার থেকে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। ধৃত তৃণমূল নেতা অশোক ঝা কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা। হাতির দাঁত পাচারের অভিযোগে বক্সার থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে বিহার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন শহর কলকাতার ওই তৃণমূল নেতা। এদিকে, হাতির দাঁত পাচারের অভিযোগে এক তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার ঘটনায় তুমুল কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
বিহারের বক্সার পুলিশ এবং বনকর্মীদের যৌথ অভিযান চলে। বক্সারের রাহাপুর থানার দেবকুলি গ্রামের একটি বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুটি বড়-বড় হাতির দাঁত। ২০ কেজির বেশি ওজনের ওই হাতির দাঁতের বাজার দর লক্ষ লক্ষ টাকা। এদিকে হাতির দাঁত পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজন গ্রেফতার করে বক্সার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন কলকাতার তৃণমূল নেতা অশোক কুমার ঝা।
কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের ডাকাবুকো তৃণমূল নেতা অশোক ঝা। হাতির দাঁত পাচারে কলকাতার এক তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার পর তুমুল কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে একটি পোস্ট করেছেন সুকান্ত মজুমদার।
বাংলার লজ্জা তৃণমূল! বিহার পুলিশের গোপন অভিযানে গ্রেফতার কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা (ব্লক সভাপতি) অশোক ওঝা। কয়লা, বালি, গরু পাচারের পর এবার হাতির দাঁত পাচারেও যে তৃণমূলের কাটমানিখোর নেতারা সিদ্ধহস্ত, তা প্রতিবেশী রাজ্যেই প্রমাণিত হয়ে গেলো। এই লজ্জা কোথায় লুকোবেন… pic.twitter.com/qZDNYpox6u
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 22, 2024
সেই পোস্টে তিনি লিখেছেন, "বাংলার লজ্জা তৃণমূল! বিহার পুলিশের গোপন অভিযানে গ্রেফতার কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা (ব্লক সভাপতি) অশোক ওঝা। কয়লা, বালি, গরু পাচারের পর এবার হাতির দাঁত পাচারেও যে তৃণমূলের কাটমানিখোর নেতারা সিদ্ধহস্ত, তা প্রতিবেশী রাজ্যেই প্রমাণিত হয়ে গেলো। এই লজ্জা কোথায় লুকোবেন দিদি।"