জয়নগরে দুষ্কৃতীদের গুলিতে তিন তৃণমূল সদস্যের মৃত্যুর পর ২৪ ঘণ্টার মধ্যেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। পুরুলিয়া জেলার আদ্রায় রেল ক্রসিংয়ে সকাল ১১টা নাগাদ কাশীপুর ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা হামিদ আনসারিকে গুলি করে হত্যা করে আততায়ীরা।
সূত্রের খবর, শুক্রবার সকালে ৪৪ বছরের নেতা হামিদ আনসারি বাইকে করে আদ্রা ফিরছিলেন। ঠিক সেই সময়ই কেউ বা কারা এসে তাঁকে লক্ষ্য করে গুলিতে ঝাঁঝরা করে দেয় আনসারির শরীর। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হামিদ আনসারিকে মৃত বলে ঘোষণা করে কর্তৃপক্ষ। আনসারির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন, জয়নগরে বিধায়ককে খুন করা উদ্দেশ্য ছিল না? ধন্দে তদন্তকারীরা
ঘটনাস্থলে পৌঁছে ১১টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। হামিদ আনসারি হত্যায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল। তৃণমূল বিধায়কে স্বপন কুমার বেলথারিয়া জানিয়েছেন, "জনপ্রিয়তার কারণেই প্রাণ দিতে হল হামিদের মতো নেতাকে"।
বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, "আমরা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না। পুলিশ তদন্ত করে হত্যাকারীকে গ্রেফতার করুক"।
অন্যদিকে স্থানীয় তৃণমূল সমর্থকরা হত্যাকারীর গ্রেফতার দাবি করে রাস্তায় বিক্ষোভ জানিয়েছে। পুলিশ অবিলম্বে তদন্তের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ প্রত্যাহার করা হয়।
Read the full story in English