/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/Kolkata-to-Ayodhya-Flights.jpg)
kolakata to Ayodhya Flight: কলকাতা থেকে অযোধ্যা বিমান পরিষেবা চালু হচ্ছে।
Kolkata to Ayodhya Flights: আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যা যাওয়ার ধুম পড়ে গিয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে ট্রেন, বিমান-গাড়িতে অযোধ্যায় পৌঁছনোর প্রবণতা বাড়ছে। রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনের দিন অযোধ্যায় বাইরের কাউকে যেতে নিষেধ করছেন স্থানীয় পুলিশ প্রশাসনের কর্তারাই। ২২ তারিখ শুধুমাত্র আমন্ত্রিতদের জন্যই রাম মন্দিরের দরজা খোলা থাকবে। দর্শনার্থীদের জন্য মন্দির খুলবে আরও পরে। তবে তাতে কান দেয় কে? অযোধ্যায় যাওয়ার জন্য এবার বিমান চালু হয়ে গেল শহর কলকাতা থেকেই। কবে থেকে চালু পরিষেবা?
এবার কলকাতা (Kolkata) নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অযোধ্যায় যাওয়ার বিমান পরিষেবা চালু। আগামিকাল ১৭ জানুয়ারি Air India Express IX 765 বিমানটি কলকাতা থেকে অযোধ্যায় উড়ে য়াবে। কলকাতা থেকে বেলা ২টোয় ছেড়ে বিমানটি অযোধ্যার মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যাধামে পৌঁছবে বিকেল ৩.৩৫ মিনিটে।
অর্থাৎ কলকাতা থেকে মাত্র ১ ঘণ্টা ৩৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে অযোধ্যায়। কলকাতা টু অযোধ্যা এই বিমানের ভাড়া পড়বে ৭,৬৯০ টাকা। আরও কয়েকটি সংস্থাও কলকাতা থেকে অযোধ্যা বিমান পরিষেবা চালু করছে বলে খবর মিলেছে।
বিমান সংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, শুরুতে এই রুটে টিকিটের চাহিদা দেখে নিয়ে পরবর্তী সময়ে কলকাতা-অযোধ্যা রুটে বিমানের সংখ্যা বাড়ানো হতে পারে। উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর অযোধ্যা ও দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু করেছিল বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস গোষ্ঠীও দিল্লি ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা চালু করেছে। এবার কলকাতা থেকও অযোধ্যায় উড়ে যাবে বিমান। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংস্থার বিমান আগামিকালই উড়ে যাবে অযোধ্যার উদ্দেশে।