Advertisment

Digha Special Train: এই বর্ষায় দিঘা? দুরন্ত বন্দোবস্ত রেলের! দুর্বার গতিতে ছুটছে স্পেশাল ট্রেন! জানুন সময়সূচি

Digha Special Train: ভ্রমণপ্রিয় বাঙালিদের সঙ্গে দিঘার একেবারে যেন নাড়ির যোগ রয়েছে! একটু সুযোগ মিললেই বাঙালি পর্যটকদের একটি বড় অংশ দিঘায় বেড়াতে যান। এই বর্ষায় দিঘার সমুদ্রের নজরকাড়া শোভা মনকে নাড়া না দিয়ে পারে না। তবে অনেক সময়েই ভরা সিজনে দিঘা যাওয়ার জন্য কলকাতার দিক থেকে ট্রেনের টিকিট পেতে ভীষণ সমস্যায় পড়তে হয় পর্যটকদের একটি বড় অংশকে। এবার সেই সমস্যার সমাধানে বিরাট উদ্যোগ পূর্ব রেলের। কলকাতা থেকে দিঘা পর্যন্ত চালানো হচ্ছে স্পেশাল ট্রেন।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata to digha special train service in july for tourists , কলকাতা থেকে দিঘা স্পেশাল ট্রেন

Digha: কলকাতা 2 দিঘা স্পেশাল ট্রেন পরিষেবা।

Digha Train Time: পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘা বরাবরই বাঙালির ভীষণ পছন্দের একটি জায়গা। এই বর্ষায় ফের একবার দিঘা বেড়ানোর প্ল্যান করছেন? ভরা বর্ষায় সমুদ্র নগরী দিঘা যাওয়ার জন্য বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছে পূর্ব রেল। সপ্তাহান্তে ঝটিকা সফরে বেরিয়ে আসতে পারেন রাজ্যের এই সৈকত নগরী থেকে। শহর কলকাতার পাশাপাশি আশেপাশের এলাকার বাসিন্দাদের দিঘা যাওয়ার জন্য সুবর্ণ এক সুযোগ এনে দিয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।

Advertisment

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই বর্ষায় কলকাতা থেকে দিঘায় যাওয়ার জন্য স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। ছুটছে কলকাতা দিঘা-স্পেশাল ট্রেন। কলকাতা স্টেশন থেকে ছেড়ে দিঘা যাচ্ছে ট্রেনটি। একইভাবে ফিরতি পথে দিঘা থেকে কলকাতা স্টেশনে ফিরছে সেই বিশেষ ট্রেন।

জেনে নিন ট্রেনের সময়সূচী:

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, জুলাই মাসের প্রতি শনি ও রবিবার কলকাতা থেকে দিঘা যাবে এই বিশেষ ট্রেন। এই রবিবার অর্থাৎ ৭ জুলাই রথযাত্রার দিন থেকেই শুরু হয়ে গিয়েছে বিশেষ এই পরিষেবা। ০৩১৬১ কলকাতা-দিঘা স্পেশাল ট্রেন ছাড়ছে কলকাতা স্টেশন থেকে। ট্রেনটি যাওয়ার পথে আন্দুল, উলুবেড়িয়া, কাঁথি তমলুক স্টেশনে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন- East Indian Railway: এখন তো ফেয়ারলি প্লেস, ব্রিটিশ ভারতে রেলের সদর দফতরের ঠিকানা জানলে তাজ্জব হবেন!

৭ জুলাই রবিবার এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হয় কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশন থেকে দিঘার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাচ্ছে দুপুর ২ টোয়। ট্রেনটি দিঘা গিয়ে পৌঁছোচ্ছে সন্ধ্যা ৬.৫০ মিনিটে। ফিরতি পথে ওই ট্রেনটি দিঘা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে আসছে সন্ধ্যা ৭.১০ মিনিটে। ওই ট্রেনটি কলকাতা স্টেশনে ঢুকছে রাত ১১.৫৫ মিনিটে।

বিশেষ এই ট্রেনে যেমন বসে যাওয়ার বন্দোবস্ত রয়েছে তেমনই রয়েছে স্লিপার কোচ। এই ট্রেনটিতে সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি, জেনারেল কোচ থাকছে। ৭ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত এই পরিষেবা মিলবে।

আরও পড়ুন- Howrah Division: হাওড়া ডিভিশনের যাত্রীরা এখবর আগে পড়ুন! বাম্পার উদ্যোগে বেনজির কীর্তির শিখর ছুঁল রেল

তাহলে আর দেরি কিসের? ঝটপট প্ল্যান সাজান আর দিঘা বেরিয়ে আসুন। ভরা বর্ষায় দিঘার অপরূপ সমুদ্র সৈকতের অনিন্দ্যসুন্দর শোভা তারিয়ে তারিয়ে উপভোগের ষোলোআনা সুযোগ নিন।

Digha Special Train special train Tourist Digha kolkata news Eastern Railway
Advertisment