Advertisment

চাকা গড়ানোর প্রায় চার দশক, এতদিনে মেট্রো স্টেশন পাচ্ছে কলকাতা বিমানবন্দর

কলকাতার প্রবেশদ্বার হতে চলেছে এই মেট্রো স্টেশন।

author-image
IE Bangla Web Desk
New Update
Metro 1

শীঘ্রই নতুন মেট্রো স্টেশন পেতে চলেছে শহর কলকাতা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে উঠছে এই মেট্রো স্টেশন। কাজ প্রায় শেষ। বিশ্বের বিভিন্ন নামী শহরগুলোয় বিমানবন্দরের কাছে মেট্রো স্টেশন রয়েছে। কলকাতা বিমানবন্দর বহু পুরোনো। মেট্রোর চাকা এই শহরের বুকে গড়াতে শুরু করেছে, তা-ও প্রায় চার দশক পূর্ণ হওয়ার মুখে। শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দরের ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে। এতদিনে মেট্রো স্টেশন পাচ্ছে কলকাতা বিমানবন্দর। দ্রুতগতিতে কাজ চলছে। শীঘ্রই বিমানবন্দরের উদ্বোধন হবে।

Advertisment
publive-image

বিমানবন্দর স্টেশন থাকছে ৬টি লিফট, ৬টি চলমান সিঁড়ি ও ৬টি হাঁটার সিঁড়ি। এছাড়া দুটো সাবওয়ে থাকবে। তার মধ্যে একটা সাবওয়ে দিয়ে যশোর রোডে যাওয়া যাবে। আরেকটা সাবওয়ে দিয়ে বিমানবন্দরে যাওয়া যাবে। যার দৈর্ঘ্য হবে ১৭০ মিটার। কলকাতা মেট্রোয় এমন সাবওয়ে প্রথমবার তৈরি হচ্ছে। এই সব সাবওয়েতে তিনটে ঢোকা বা বেরনোর পথ থাকছে। তিনটে সিঁড়িপথ, দুটো জরুরি সিঁড়িপথ, ৫টি চলমান সিঁড়ি, ৪টে লিফট থাকছে।

publive-image

সঙ্গে থাকছে অগ্নিসুরক্ষার যাবতীয় বন্দোবস্ত। বিমানবন্দর স্টেশনে থাকছে ৫টি প্ল্যাটফর্ম। বেশ কয়েকটি টিকিট কাউন্টার। যাত্রীদের বসার আসন, পুরুষ, মহিলা ও প্রতিবন্ধী বা দিব্যাঙ্গজনেদের জন্য টয়লেটের বন্দোবস্তও থাকছে। পাশাপাশি, যাত্রীদের সুবিধার জন্য থাকছে মেট্রোর তরফে ঘোষণার বন্দোবস্তও।

আরও পড়ুন- টিফিনের পর স্কুল থেকে নিখোঁজ ছাত্র, চরম আতঙ্কে গোপালনগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবকরা

নোয়াপাড়া-বারাসত মেট্রো বা হলুদ করিডরের অংশ হতে চলেছে বিমানবন্দর স্টেশন। দেশ-বিদেশের যাত্রীরা বিমানবন্দর থেকে বেরিয়েই এবার থেকে মেট্রো চাপতে পারবেন। সরাসরি প্রবেশ করতে পারবেন, 'সিটি অফ জয়'-এর যে কোনও প্রান্তে। এতে তাঁদের সময়, অর্থ যেমন বাঁচবে। তেমনই যাত্রাও সুখকর এবং স্মৃতিদায়ক হবে। সেই হিসেবে, বিমানবন্দর মেট্রো স্টেশন শহর কলকাতার প্রবেশদ্বার হতে চলেছে। শহরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা যে বিমানবন্দর থেকে ৫-৭ মিনিটের মধ্যেই প্রাণকেন্দ্রে পৌঁছব। আর, সেটাও খুব কম খরচে। সেই প্রত্যাশাও এবার পূরণ হতে চলেছে।

publive-image

বর্তমানে নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের কাজ জোরকদমে চলছে। এই প্রকল্পের প্রথম পর্যায়ের দৈর্ঘ্য ৬.২৫ কিলোমিটার। থাকছে চারটা স্টেশন। এর মধ্যে প্রথম পর্যায়ে বিমানবন্দর স্টেশনটাই একমাত্র আন্ডারগ্রাউন্ড হতে চলেছে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, মেট্রো কর্তৃপক্ষের আশা দুই বছরের মধ্যে বিমান বন্দর স্টেশন দিয়ে দৈনিক একলক্ষ লোক যাতায়াত করবেন।

Metro kolkata metro Airport
Advertisment