Advertisment

যাত্রীদের জন্য দুঃসংবাদ, ডিসেম্বর দু'সপ্তাহ উত্তরবঙ্গগামী ট্রেন বাতিল! বিকল্প কী উদ্যোগ?

উত্তরবঙ্গের দিকে চলাচলকারী আরও বহু ট্রেনের রুট বদল করা হয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata to north-bengal bound kanchan kanya express canceled from 9 to 21 december , কলকাতা থেকে উত্তরবঙ্গগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাতিল

ট্রেনের বিকল্প কী উদ্যোগ রয়েছে?

পর্যটনের ভরা মরসুম। এই সময় ভিড় বাড়ে উত্তরবঙ্গের নানা টুরিস্ট স্পটে। হোটেল সহ অন্যান্য প্রয়োজনীয় বুকিং শেষ। পাহাড়ে যেতে বহু পর্যটক ট্রেনের টিকিক বহু আগেই বুক করেছেন। কেই আবার উত্তর থেকে সমতলে আসার টিকিট কেটে রেখেছেন। এই অবস্থায় রেলের ঘোষণায় মাথায় হাত। রেলে তরফে, শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার জংশনগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এই এক্সপ্রেস ট্রেনটি বাতিল বলে জানানো হয়েছে। ফলে বিপাকে পড়েছেন বহু যাত্রী।

Advertisment

কাঞ্চনকন্যা বাতিলের পাশাপাশি কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে চলাচলকারী আরও ৪১টি ট্রেনের রুট বদল করা হয়েছে বলেও উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে-র কথায়, পূর্ব রেলের এলাকায় লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। রেল সূত্রে খবর, আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর হাওড়া ডিভিশনেও নন ইন্টার লকিং কাজ চলবে। ফলে এই ডিভিশনেও বেশ কিছু ট্রেন বাতিল ও কয়েকটির ট্রেনের রুট বদল করা হয়েছে।

বাতিলের তালিকা-

  • কাঞ্চনকন্যা এক্সপ্রেস (৯-২১ ডিসেম্বর) শিয়ালদহ থেকে ছাড়ে
  • হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস,
  • হাওড়া-জয়নগর এক্সপ্রেস,
  • হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস,
  • হাওড়া-গয়া এক্সপ্রেস

যেসব ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে সেগুলোর বেশ কয়েকটি-

  • সাহেবগঞ্জ-রামপুরহাট স্পেশাল
  • রামপুরহাট -গয়া এক্সপ্রেস স্পেশাল
  • রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশাল
  • আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল

ট্রেন ছাড়ার সময় বদল-

  • আপ দিঘা-মালদা টাউন এক্সপ্রেস
  • ডাউন মালদা টাউন-সুরাট এক্সপ্রেস

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা-

পর্যটকদের সমস্যার সমাধানে ওই সময়ে কলকাতা থেকে উত্তরবঙ্গ রুটে বিশেষ বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। কলকাতা থেকে চারটি বাস শিলিগুড়ি পর্যন্ত চালাবে নিগম, অন্যদিকে শিলিগুড়ি থেকেও প্রতিদিন চারটি বাস কলকাতায় আসবে। আলিপুরদুয়ার থেকেও স্পেশাল বাস সার্ভিস চালু থাকবে। যাত্রীদের প্রয়োজন আরও বাস চালানোর ব্যবস্থা থাকছে বলে আশ্বাস দিয়েছেন উত্তরবংগ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। পরিবহন সংস্থার ওয়েব সাইটে ইতিমধ্যেই এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া রয়েছে। এছাড়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে ডুয়ার্সে যেতেও পর্যটকদের জন্য বাস ও ট্যাক্সির ব্যবস্থা করা হয়েছে।

Indian Rail north bengal tourism north bengal kanchan kanya express indian railway
Advertisment